খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের উদ্যোগে সেলাই মেশিন বিতরন

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের উদ্যোগে সেলাই মেশিন বিতরন

মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের থানা ভিকটিম সাপোর্ট সেন্টারে আসা নারী সেবা গ্রহীতাদের মধ্যে ১১ টি সেলাই মেশিন বিতরণ

বুধবার ০৩ সেপ্টেম্বর বিকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এক নতুন দিগন্ত উন্মোচন হলো। ‘পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন’ প্রকল্পের অধীনে, জেলা পুলিশ সুপার মোঃ আরফিন জুয়েল বিপিএম ১১টি সেলাই মেশিন বিতরণ করেছে।

সেলাই মেশিন বিতরণে সহযোগিতা করেছে ইআরআরডি-সিএইচটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনডিপি। এই সেলাই মেশিনগুলো থানা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারে আসা নারী সেবাগ্রহীতাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া নারীদের পাশে দাঁড়ানো এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এই ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়নের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অত্যন্ত সহায়ক।

জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন- কৃষক মো. জাহাঙ্গীর শেখ (৫৫) ও তার ছেলে নাহিদ শেখ (২০)।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের একটি বিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাহিরপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর শেখের সঙ্গে একই গ্রামের মো. মান্দার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার জাহাঙ্গীর শেখ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে ওই বিরোধপূর্ণ জমিতে পাট কাটতে যান। পাট কাটার খবর পেয়ে প্রতিপক্ষ মো. মান্দার শেখের নেতৃত্বে কবির শেখসহ ৮/১০ জনের একদল লোক জাহাঙ্গীরকে পাট কাটতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

এক পর্যায়ে প্রতিপক্ষ মান্দার শেখের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. জাহাঙ্গীর শেখকে হত্যা করে। এ সময় মো. জাহাঙ্গীর শেখের ছেলে নাহিদ শেখ ও কৃষি শ্রমিক নয়ন হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। আহত নাহিদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে বিকালে তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত কৃষি শ্রমিক নয়নকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. কবির শেখকে (৪৬) ও সোহান (৩৭) নামের দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী