তারিখ লোড হচ্ছে...

গাংনীতে অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড ছাত্রলীগ নেতা শিপুসহ গ্রেফতার -৬

 

স্বপন আলী,মেহেরপুর।
মেহেরপুরে গাংনীতে অনলাইন জুয়ার সাথে জড়িত সন্দেহে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপুসহ ৬জনকে আটক করেছে গাংনী থানা ও ডি,বি পুলিশের দুটি দল। শিপু গাংনী পৌর এলাকার উত্তরপাড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। এছাও যাদেরকে আটক করা হয়েছে তারা হলেন-রবিউল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান। এদের বাড়ি গাংনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে কয়েক ঘণ্টাব্যাপি সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপুর গাংনী উত্তরপাড়াস্থ ব্যক্তিগত কার্যালয়ে অভিযান পরিচালনা করে গাংনী থানা পুলিশ ও মেহেরপুর জেলা ডিবি পুলিশের দুটিদল। অভিযান শেষে রাত ১১টার দিকে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে যায়।মেহেরপুর জেলা ডিবি সূত্র জানায়, গাংনী উত্তরপাড়ায় সাহিদুজ্জামান শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়। শিপুর মাধ্যমে এলাকার অনেক মানুষ জুয়ার খেলার সাথে সম্পৃক্ত হয়েছে । জুয়া খেলার মাধ্যমে টাকা পাঁচার হচ্ছে বিদেশে। এমন অভিযোগে ডিবি ও গাংনী থানা পুলিশের দুটিদল রাতে শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়। এসময় শিপুসহ কয়েকজন সেখানে অবস্থান করছিল। অভিযানে তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল ডিভাইস জব্দ করে প্রাথমিক পরীক্ষা করা হয়। দীর্ঘ সময় ধরে মোবাইল পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১১টার দিকে তাদের ৬জনকে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

কলেজছাত্রীকে নগ্ন ছবি পাঠিয়ে হুমকি, যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

রাজশাহীতে কলেজছাত্রীকে এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব। এর আগে বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঝলমলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তারকৃতর নাম- মনোয়ার হোসেন মুন্না (২৮)। সে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রী ওই যুবকের বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১১ জুলাই মুন্না ইমেইলের মাধ্যমে ছাত্রীর কাছে তার একটি এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেন। পরে বিভিন্ন নামে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ওই ছাত্রীর ছবি পাঠাতে থাকেন তিনি। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেন ছাত্রীর পরিচিতদের কাছে।

ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্তের পর গ্রেপ্তার করতে সমর্থ হয়। পরে তাকে আইনি পদক্ষেপের জন্য বোয়ালিয়া থানা–পুলিশে হস্তান্তর করা হয়।

language Change
সংবাদ শিরোনাম