
জয়পুরহাট সাংবাদদাতা:
জয়পুরহাটে দুর্ধর্ষ ডাকাত সর্দার ও বিভিন্ন জেলায় ২৪টি মামলার আসামি কামাল গাজীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে লুণ্ঠিত অর্থ, স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
গ্রেপ্তার কামাল গাজী খুলনার সোনাডাঙ্গার হাজী ইসমাইল রোড বানরগাতী এলাকার শহীদ গাজীর ছেলে। পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়ির সবাইকে বেঁধে রেখে ৮/৯ জন অজ্ঞাতনামা ডাকাতদল ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের হয়।
এরপর ডাকাত দলটিকে ধরতে মাঠে নামে পুলিশের একাধিক টিম। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলনা, চট্টগ্রাম পরে ঢাকার খিলগাঁও বনশ্রী এলাকা থেকে কামাল গাজীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় তার ঘর তল্লাশি করে লুণ্ঠিত অর্থ, স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি।