অস্ত্র ও নাশকতা সামগ্রীসহ ইউপিডিএফ আস্তানা শনাক্ত, সেনা অভিযানে উদ্ধার

অস্ত্র ও নাশকতা সামগ্রীসহ ইউপিডিএফ আস্তানা শনাক্ত, সেনা অভিযানে উদ্ধার

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে সেনা অভিযানে ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

সোমবার ০৬ অক্টোবর ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল ইউপিডিএফ এর একটি গোপন আস্তানা ঘেরাও করার পর তল্লাশি অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ইউপিডিএফ এর শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পলায়ন করে। পরবর্তীতে, উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত ০১টি পিস্তল, ০১ টি ম্যাগজিন, ০২ রাউন্ড এ্যামোনিশন, ১৫ টি ব্যানার, ০২ টি ওয়াকিটকি চার্জার, ০২ টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, অভিযান চলাকালে সেনাবাহিনীর কার্যক্রম ব্যাহত করতে ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। আজকের ঘটনা সহ বিগত কয়েকদিনের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকান্ডে অংশগ্রহণে বাধ্য করছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে পালিয়ে যাওয়া ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনা অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

ইউনিলিভার কর্তৃক চউকের ২০ কোটি টাকার রাজস্ব ফাকি

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ষ্টেইট শাখার কর্মকর্তা (সেকশান অফিসার)সাদেকুর রহমান এর দুর্ণীতি অনিয়মের কারণে মোহরা শিল্প প্লট নং-৫২/৫৩ এর হস্তান্তরে ভুমির মূল্য কম দেখিয়ে প্রায় ২০ কোটি টাকার সরকারী রাজস্ব থেকে বঞ্চিত করেছে সিডিএকে। জমির যে মূল্য নির্ধারণ করেছে তা প্রায় ১৪/১৫ বছর আগের মূল্য বলে সংশ্লিষ্ঠরা অভিযোগ তুলেছে। এই প্লট হস্তান্তরে প্রায় ৬ কোটি টাকার ঘুষ বানিজ্যেরও লেনদেন হয়েছে বলে সুত্রে প্রকাশ।

সুত্রে জানা গেছে, গত ৪ আগষ্ট সাবেক চেয়ারম্যান দোয়া ইউনুছ এর প্রত্যক্ষ সমর্থনে কোরাম বিহীন বোর্ড মিটিং করে এই প্লট হস্থান্তর প্রক্রিয়ার অবৈধ অনুমোদন প্রধান করা হয়। যা রীতিমতো অবৈধ ও জালিয়াতির অংশ বলে প্রতিয়মান।

সুত্রে আরো জানা গেছে, সিডিএর সাবেক বোর্ড মেম্বার জসিম উদ্দীন শা্হসহ সিডিএর গুটিকয়েক কর্মকর্তা ও নেতা নথিটির অবৈধ অনুমোদন প্রক্রিয়ার দালালী করেন। সাবেক চেয়ারম্যান জহিরুল আলম দোভাস এর সময়কালে প্লটটি হস্থান্তর প্রক্রিয়ার জন্য ত্রিপক্ষিয় চুক্তির মাধ্যমে আবেদন করেছিলেন জমির ক্রেতা ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কোম্পানী। প্লটটি মূলত ব্যাংকের কাছে বন্ধক ছিল। বন্ধক থাকা অবস্থায় জমির ক্রেতা ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কিভাবে প্লট হস্থান্তরের প্রক্রিয়া চুড়ান্ত করেন তা রহস্যজনক। সেসময় চেয়ারম্যান তা অনুমোদন দেয়নি প্লটটির হস্থান্তর প্রক্রিয়ার। চেয়ারম্যান দোয়া ইউনুছকে মোটাংকের অর্থের লোভে বশীভুত করে ৪ আগষ্টের সর্বশেষ বোর্ড মিঠিং-এ অনুমোদন করিয়ে নেই তারা।

সিডিএর শিল্প প্লট বরাদ্ধ ও ব্যবস্থপনা কমিটির সিদ্ধান্ত থেকে জানা গেছে, চউক কালুরঘাট ভারী শিল্প এলাকার প্লট নং-(১) ৫২+৫৩(পি)(এ), জমি-১০ একর(২)প্লটনং-৫২+৫৩ (পি)(বি),জমি-৭ একর ও প্লট নং-৫২+৫৩(পি)(সি)জমি ৩ একর একুনে ২০ একর। ত্রিপক্ষিয় হস্তান্তর দলিল নং-৬৪৩৪ তারিখ ০৪/১২/২০২৩,দলিল নং-৬৪৩৩ ও দলিল নং-৬৪৩৫। মৌজা মুল্য নির্ধারণ করা হয় ৯লক্ষ ৫৯ হাজার ৬শত ৯২টাকা। মৌজা ভ্যালুর দ্বিগুন নির্ধারণ করা হয়।

প্লট হস্তান্তর বিধি অনুযায়ী বানিজ্যিক ও শিল্প প্লট হস্থান্তরে মৌজা মূল্যের ৪ থেকে সবোর্চ্চ ৬গুণ নির্ধারণ না করে ৬ কোটি টাকা ঘুষের বিনিময়ে সিডিএর উল্লেখ্য পরিমান রাজস্বের তছরুপ করেন ষ্টেইট শাখা। একই সাথে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এখনো সিডিএর বিধি মোতাবেক সম্পত্তির দালিলিক মালিকানা অর্জন না করা সত্বেও প্লট সংলঘ্ন আরো ৬.৯৬ কাটা বা প্রায় ৭কাটা জমি ওই প্রতিষ্টানকে কিভাবে বরাদ্ধ দিল তা বোধগম্য নয়।

নাম প্রকাশ না করার শর্তে সিডিএর একাধীক কর্মকর্তা এ প্রতিনিধিকে জানান, সিডিএর নতূন সৎ চেয়ারম্যান প্লটটির হস্থান্তর প্রক্রিয়া ও দলিল সম্পাদন না করে বরাদ্ধ বাতিলসহ সংশ্লিষ্ঠ জড়িত সকল কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে ভবিষতে আর কেউ এধরনের দুঃসাহস করবেনা।( চলবে)

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের