ডিএমপির ২৫৯ বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১ হাজার ৩২৩ আসামি

ডিএমপির ২৫৯ বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১ হাজার ৩২৩ আসামি

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ছয় মাসে (মার্চ থেকে আগস্ট) সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় ৫ হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি করেছে। এই সময়ে ২৫৯টি বিশেষ অভিযানে ১১ হাজার ৩২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ২৭৭১ জনকে কারাদণ্ড এবং মোট ৩৫ লাখ ৫ হাজার ১৩০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন শাস্তি হিসেবে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নিষ্পত্তিকৃত মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে তাৎক্ষণিক বিচার কার্যক্রমের এই প্রক্রিয়ার ফলে ভুক্তভোগীরা দ্রুত বিচারিক সেবা পাচ্ছেন এবং নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় বদ্ধপরিকর এবং এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।

স্বপ্নছায়া সংগঠনের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নছায়া সংগঠনের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

‘আমাদের একাত্মতা সকল ইতিবাচক কাজের সাথে’ শ্লোগান ধারণ করা সংগঠন স্বপ্নছায়ার উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০ অক্টোবর (শুক্রবার) বিকেলে ৪ টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ক্যান্টিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালের পরিচালক, সংগঠনের উপদেষ্টা গাজী নজরুল ইসলাম ফয়সাল।

সাংবাদিক আবদুর রহমান সালেহ এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃ রাহাতুল ইসলাম সুমন গাজীর সভাপতিত্বে সংগঠনের পক্ষ থেকে গাজী নজরুল ইসলাম ফয়সাল, বিশিষ্ট তরুণ ব্যবসায়ী আবুল কালাম আজাদ এবং ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহবুব্ আলম শিকদারকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, তাইফুল ইসলাম মৃধা,সহ- সভাপতি মোঃ রাসেল হাওলাদার, সহ-সভাপতি ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মোঃ সোহাগ বিশ্বাস, সহ- সভাপতি মোঃ ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন,  অর্থ সম্পাদক মোঃ নাজমুল হাসান, মোঃ বসির উদ্দিন হাওলাদার প্রচার সম্পাদক, মোঃ সজল বিশ্বাস সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ আকাশ খান যুব বিষয়ক সম্পাদক, ইলিয়াস হোসেন সহ-অর্থ সম্পাদক, মোঃ মোস্তাফিজুর রহমান সদস্য, মোঃ ফেরদৌস মুসল্লী সদস্য, মোঃ রাকিবুল ইসলাম সদস্য, মোঃ হেলাল উদ্দিন সদস্য, মোঃ আব্দুল আলিম সদস্য, মোঃ মাসুদ গাজী সদস্য।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ বাংলাদেশ এর বিভাগীয় প্রধান (অনলাইন ও অপরাধ) মাহতাবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল সাইদ বাহার, অ্যাডভোকেট মাহাদী হাসান ফয়সাল সহ একাধিক ব্যক্তিবর্গ।

সকল ইতিবাচক এবং মানবিক কাজে নিজেদের সাধ্যমত চেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম