আইনজীবীর বিরুদ্ধে প্রশাসনিক কর্মকর্তার সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ এনে এক আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা। সোমবার সকালে উপজেলার ধরখার ইউনিয়নের রুটি চক বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রুটি-নুরপুর গ্রামের ভূক্তভোগীদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামীম সরকার।

লিখিত বক্তব্যে শামীম সরকার বলেন, রুটি গ্রামের আইনজীবী মো. শফিকুর রহমান আইন পেশার অপব্যবহার করে অসহায় নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। এই আইনজীবী রুটি গ্রামের একাধিক মসজিদসহ বাজার কমিটির সভাপতি দাবী করে টাকা পয়সা আত্মসাৎ করেন। তার এসব অপকর্মের যে প্রতিবাদ করে তার নামেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।

তিনি বিগত ২০২১ সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমিসহ আমার পিতা এবং দুই ভাইয়ের নামে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। তৎকালীণ সময়ে আমি রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার পদে কর্মরত ছিলাম। বর্তমানে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি।

মামলার উল্লেখিত দিন তারিখে চাকুরির সুবাদে আমি কর্মস্থল রাজশাহীতে ছিলাম। এক ভাই প্রবাসে ছিল। আইনজীবী শফিকুর রুটি পূর্ব উকিল পাড়া রেজভিয়া সুন্নীয়া জামে মসজিদের সভাপতি দাবী করে ওই মামলা করেন। অথচ ওই নামে রুটি গ্রামে কোন মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান নাই। প্রায় এক বছর মামলা চলার পর সঠিক প্রমানাদি দাখিল করতে না পারায় মামলা থেকে আমরা রেহাই পাই। এছাড়াও এই আইনজীবী আইন পেশার অপব্যবহার করে রুটি গ্রামের বাদল মিয়া, গোলাম মোস্তাফা, ওসমান গণিসহ বহু মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

সংবাদ সম্মেলনে বাদল মিয়া, ওসমান গণি, গোলাম মোস্তাফাসহ অন্যান্য ভুক্তভোগীরা ওই আইনজীবীর হয়রানি মুলক কর্মকাণ্ড তুলে ধরেন।

আইনজীবী শফিকুর রহমানের এসব হয়রানি থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য কসবা-আখাউড়া সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকসহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগীরা।

এ ব্যপারে জানতে চাইলে অভিযুক্ত আইনজীবী মো. শফিকুর রহমান বলেন, শামীম সরকারের বিরুদ্ধে আদালতে দেওয়ানী ও ফৌজধারী মামলা আছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা ও বানোয়াট।

কুমিল্লা বরুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন

কুমিল্লা বরুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা বরুড়া উপজেলায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে জুন শুক্রবার সকাল দশটায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভলান্টিয়ার্স অব বরুড়া (ভাব) এর সভাপতি তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুঁইয়া’র সভাপতি মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া থানা অফিসার (তদন্ত) সঞ্জয় সরকার, চৌয়ারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সফিকুল ইসলাম পাটোয়ারী, ভলান্টিয়ার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট জয়নাল আবদিন মাঝহারী, সংগঠনের সহসভাপতি পারভেজ গাজী, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বরুড়া বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইকরামুল হক,বরুড়া বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া, নারী অধিকার ফোরামের সভাপতি শাকিলা জামান, ধুমপান মুক্ত বরুড়া চাই সংগঠনের সভাপতি দেননগরের কবি মোঃ সোহেল রানা, ঝলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম জীবন শৈলীর আহবায়ক ইঞ্জিনিয়ার এমরান, জীবন শৈলীর সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, ভাব’র সদস্য মেহেদী হাসান বিপুল সংখ্যক সামাজিক সংগঠনের সদস্য বৃন্দ এই মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম