
ডেস্ক রিপোর্ট:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানানোর ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী ২৭ জুলাই (রবিবার) থেকে যাত্রীপ্রতি সর্বোচ্চ দুইজন ব্যক্তি বিমানবন্দরের নির্ধারিত এলাকায় প্রবেশ করতে পারবেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় অতিরিক্ত ভিড়, যানজট এবং নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের স্বাভাবিক যাতায়াত বজায় রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন স্বজন বা সঙ্গী বিমানবন্দরের অভ্যন্তরীণ নির্ধারিত এলাকায় প্রবেশের অনুমতি পাবেন। অতিরিক্ত ব্যক্তির প্রবেশ সীমিত ও নিয়ন্ত্রিত থাকবে।
বিমানবন্দর এলাকায় আগত সকলকে সুশৃঙ্খলভাবে চলাচলের পাশাপাশি কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী এবং ট্রাফিক ব্যবস্থাপনার সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা বাস্তবায়নের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী ও তাদের স্বজনের আগমনে বিমানবন্দরের প্রবেশপথে ভিড় ও জটলা তৈরি হয়। নতুন নিয়ম কার্যকর হলে এ পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশাবাদী।
উল্লেখ্য, দেশের অন্যতম ব্যস্ত এই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন দেশি-বিদেশি হাজারো যাত্রী যাতায়াত করেন। ঈদ, ছুটির দিন কিংবা পর্যটন মৌসুমে যাত্রীর সংখ্যা আরও বাড়ে। এতে যানজট ও নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হয় বলে জানান সংশ্লিষ্টরা। নতুন এই ব্যবস্থা এসব সমস্যা নিরসনে কার্যকর হবে বলেও আশা করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।