আবারও পুত্র সন্তানের বাবা হলেন নগরবাউল জেমস

ডেস্ক রিপোর্ট :

পুত্র সন্তানের বাবা হয়েছেন রকস্টার নগরবাউল জেমস। দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয় প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। রথি এরপর আবার বিয়ে করেন।

আর চলতি বছরের জুনে জেমস ও নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। নাম রাখা হয়েছে জিবরান আনাম।এবার বাবা হওয়ার চার মাস পর সংবাদমাধ্যমে পুত্রসন্তান জন্মের অনুভূতি জানাতে গিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে জেমস বলেন, এ অনুভূতি অসাধারণ! এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।ব্যক্তিজীবনে এর আগে দুবার বিয়ে করেছেন জেমস। তার প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

ছোট কাপড় পরা মডেলদের শাসালেন হিন্দু শক্তি সংগঠন 

ছোট কাপড় পরা মডেলদের শাসালেন হিন্দু শক্তি সংগঠন 

বিনোদন ডেস্ক:

ভারতের উত্তরাখণ্ডে ‘মিস ঋষিকেশ’ সুন্দরী প্রতিযোগিতার রিহার্সেলের সময় ছোট পোশাক পরিধান করার কারণে মডেলদের সাথে বাদানুবাদে জড়িয়েছে হিন্দু শক্তি সংগঠন নামে একটি কট্টরপন্থী হিন্দু গোষ্ঠীর কর্মীরা।

শুক্রবার (৩ অক্টোবর) উত্তরাখণ্ডের দেহরাদুনের একটি হোটেলে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, লায়ন্স ক্লাব ঋষিকেশের আয়োজনে ওই হোটেলে যখন রিহার্সেল চলছিল, তখন হিন্দু শক্তি সংগঠনের সদস্যরা সেখানে প্রবেশ করে। সংগঠনের রাজ্য প্রেসিডেন্ট রাঘবেন্দ্র ভাটনাগরের নেতৃত্বে তারা মডেলদের সঙ্গে তর্ক শুরু করেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাঘবেন্দ্র ভাটনগর পশ্চিমা পোশাক পরার কারণে মডেলদের কড়া সমালোচনা করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, মডেলিং শেষ হয়ে গেছে। এখন বাড়িতে চলে যান। ঋষিকেশের সংস্কৃতিকে নষ্ট করবেন না। এটি আমাদের সংস্কৃতি নয়। উত্তরে একজন মডেল রাঘবেন্দ্রের সঙ্গে তীব্র তর্কে জড়িয়ে পড়েন। ওই মডেল বলেন, পোশাক নিয়ে আমাদের কিছু বলার আগে দোকানগুলোতে আগে ছোট পোশাক বিক্রি বন্ধ করুন।

রাঘবেন্দ্র যখন বলেন, আমাকে কিছু বলবেন না, তখন মডেলটি পাল্টা জবাব দেন, তাহলে আপনিও আমাদের কিছু বলবেন না। আমরা যা করছি তা করতে দিন। রাঘবেন্দ্র তখন ক্ষিপ্ত হয়ে বলেন, বাড়িতে আপনারা যা খুশি তাই করতে পারেন। এর জবাবে ওই নারী মডেল রেগে গিয়ে বলেন, আপনি আমাদের বলার কে?

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে রাঘবেন্দ্র ক্ষিপ্ত হয়ে বলেন, ঠিক আছে আপনার এখানে থাকতে পারেন। কিন্তু আমি শো বন্ধ করে দেবো। আপনার উত্তরাখণ্ডের সংস্কৃতিকে ধ্বংস করছেন।

এই বিতর্কের সময় লায়ন্স ক্লাব ঋষিকেশের সভাপতি পঙ্কজ চন্দনি মডেলদের পক্ষ নিয়ে তাদের সমর্থন জানান। তিনি বলেন, মডেলরা সবাই প্রাপ্তবয়স্ক এবং তারা নিজেদের খুশি অনুযায়ী যা ইচ্ছে তা পরতে পারে।

এদিকে, পুলিশ জানিয়েছে যে এই ঘটনায় তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি।

উল্লেখ্য, হিন্দু শক্তি সংগঠনের নেতাদের বাধা সত্ত্বেও, ‘ঋষিকেশ সুন্দরী প্রতিযোগিতা’ নির্ধারিত সময় অনুযায়ী শনিবার অনুষ্ঠিত হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম