স্পোর্টস রিপোর্ট:
থামছেনই না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে গোল করে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৯৫০টি অফিসিয়াল গোলের মাইলফলক স্পর্শ করলেন আল নাসর তারকা।
আল-হাজমের বিপক্ষে আল নাসরের ২-০ ব্যবধানের জয়ে ম্যাচের ৮৮তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এটি ছিল চলতি মৌসুমে তার ষষ্ঠ লিগ গোল এবং সব মিলিয়ে সপ্তম। ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর সৌদি ক্লাবটির হয়ে এরই মধ্যে শতাধিক গোল করে ফেলেছেন তিনি।কয়েক মাস আগেই রোনালদো জানিয়েছিলেন, ১০০০ গোল না করে তিনি থামবেন না। ৯৫০ গোল করা রোনালদোকে হাজার গোল স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র ৫০ গোল।ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪০ পেরোনো রোনালদো জানান, ‘দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে আনন্দিত। সব সময় আরও বেশি কিছুর জন্য ক্ষুধার্ত।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.