মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
সোমবার বরুড়ার শিলমুড়ী উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আলোকদিয়া গ্রামে রাতের আঁধারে মুন্সী বাড়িতে হামলা ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফ্যাসিস্ট সরকারের ইউপি সদস্য মাছুমা আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে শত বছরের পুরাতন রাস্তা বন্ধ করে দেয়।
এ বিষয় দফায় দফায় আলোকদিয়া গ্রামে, গ্রাম্য সালিস বৈঠকে সিদ্ধান্ত হয় যে, রাস্তাটি উন্মুক্ত করে দেওয়ার জন্য। কিন্তু মাছুমা মেম্বার আওয়ামীলীগের ছত্রছায়ায় গ্রাম্য সালিসকে তোয়াক্কা না করে দেয়াল তৈরি করে রাস্তা বন্ধ করে দেন।
সেই রেষ না কাটতে গত ২০শে অক্টোবর সোমবার রাত ৮টার সময় একদল সন্ত্রাসী এনে মুন্সী বাড়ীতে আবেদিন এর বাড়ির প্রায় অংশে ভেঙে তছনছ করে দেয়, সাথে সাথেই এলাকাবাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ বিষয়ে আলোকদিয়ার স্থানীয় বাসিন্দা আবুল কাশেম, হাজী আব্দুল মমিন সহ এলাকাবাসী দাবী করেন, প্রায় শত-বছরের পুরোনো রাস্তাটি একই বাড়ির স্থানীয় মহিলা মেম্বার মাসুমা বেগম প্রভাব খাটিয়ে রাস্তটি বন্ধ করে দেন এবং ঐদিন রাতের ঘটনা তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে ঘটানো হয়েছে। এই হামলায় জড়িত মাসুমা বেগম ও তার সাথে জড়িতদের বিচার চায় এলাকা বাসী।
অভিযোগের বিষয়ে মাসুমা মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এই ভাঙচুরের ঘটনা কিছুই জানিনা, অভিযোগকারীরাই এই ঘটনা ঘটিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.