মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতির ‘মা’এর ইন্তেকাল

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান বিপ্লব শিকদার সাহেবের ‘মা’ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ৩১ জানুয়ারি রাত গভীর রাত ১টার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যকালে তার বয়স ছিল ৬৭।
জানা যায়, ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় ছিলেন। তিনি উপজেলার দড়িকান্দি গ্রামের নিবাসী, মোঃ শাহজাহান শিকদারের সহধর্মিণী এবং মেঘনা উপজেলা প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সভাপতি, মোঃ মাহমুদুল হাসান বিপ্লব শিকদারের মা মোসাঃ জাহানারা বেগম, তিন ছেলে এক মেয়েসহ চার সন্তানের জননী ছিলেন।
তার মৃত্যুতে মেঘনা উপজেলা প্রেসক্লাব ও মেঘনার বিভিন্ন রাজনৈতিক দল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোককসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাদ-জোহর দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ প্রমূখ।

অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার: 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতার কারণে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না। এমন প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধা দলের ২১ ডিসেম্বরের ওই সমাবেশ স্থগিত করা হয়েছে।

 বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাঁর সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে।

খালেদা জিয়ার ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি।

ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে দীর্ঘ সাত বছর পর খালেদা জিয়ার মুক্ত পরিবেশে জনসমক্ষে বা রাজনৈতিক কর্মসূচিতে আসার কথা ছিল। এখন তাঁর অসুস্থতার কারণে সেই সমাবেশ স্থগিত করা হলো।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, তাঁদের দলের নেত্রী খালেদা জিয়া সুস্থ হওয়ার পর তাঁরা মুক্তিযোদ্ধা সমাবেশ করবেন। তিনি উল্লেখ করেন, মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমেই খালেদা জিয়া জনসমক্ষে বা রাজনৈতিক কর্মসূচিতে আসবেন।

সবা:স:জু- ৪২৮/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম