মোঃ আবদুল আউয়াল সরকারঃ
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রেজা হাসান। বুধবার (১৯ নভেম্বর)সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজা হাসান। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক রেজা হাসান বলেন, যে বিষয়গুলো আপনারা বলেছেন তা শুধু কুমিল্লার নয়, সারাদেশেই এ সমস্যা রয়েছে। আর্থ সামাজিক, স্বাস্থ্য, বর্ডার এলাকা সব জায়গাতে এই সমস্যা রয়েছে।যে সমস্যা তুলে ধরেছেন তা আমরা নোট করেছি। কুমিল্লার সরকারি কর্মকর্তা, প্রবাসী ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এগুলো সমাধানের চেষ্টা করবো।
নির্বাচন নিয়ে পূর্বের বিষয়গুলার জন্য দু:খ প্রকাশ করেন ডিসি রেজা হাসান বলেন, সবার সহযোগিতা নিয়ে এবারের নির্বাচন হবে। আপনাদের সংবাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব এবং আপনারাও আমাকে সহযোগিতা করবেন।
তিনি বলেন, শহরের দূষণ, যানজট, কিশোর গ্যাং, খাদ্যের বিষয়ে যে সমস্যা আছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব। শহরের যে জায়গা গুলোতে যানজট হয়, সে জায়গায় অটোরিকশাগুলোকে ভাগ করে দেওয়া হবে ড্রেসকোডের ভিত্তিতে। মহাসড়কের অরাজকতার বিষয়ে জেলা প্রশাসক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন নির্বিঘ্ন থাকে সে বিষয়ে সজাগ থাকব। তবে কোনো অসঙ্গতি দেখলে আমাকে জানানোর অনুরোধ করছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুলসহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত