ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নন্দিত তারকা, বাংলাদেশী বংশদ্ভূত কানাডার জাতীয় ফুটবল দলের হয়ে একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল কালাভরি এফসির ফুটবলার সমিত সোম এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপ কোয়ালিফায়ার ম্যাচে দীর্ঘ ২২ বছর পর ভারত বধ করে বুধবার (১৯ নভেম্বর) বেড়াতে এসেছেন নিজ বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের ছায়াঘেরা নিভৃত গ্রাম দক্ষিণ উত্তরসুরে।
সকাল সোয়া ১১টার দিকে তিনি নিজ বাড়িতে আসার পরপরই স্থানীয় ক্রীড়ামোদিসহ হাজারো মানুষ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। মানুষের ভালোবাসায় সিক্ত হন সামিত। কানাডায় স্থায়ীভাবে বসবাস করা সমিত সোম সর্বশেষ নিজ বাড়িতে এসেছিলেন ২০২২ সালে। সে সময়ে সমিত ১৫ দিন গ্রামের বাড়িতে অবস্থান করেন। এরপর ফুটবলের ব্যস্ত সূচি থাকায় কানাডা ফিরে যায়। বিভিন্ন সময়ে বিশ্ব ফুটবলের নন্দিত তারকা সমিত সোম দেশে এবং নিজ বাড়িতে আসলেও এবারে তার আসা স্থানীয় মানুষ ও তার পরিবারের জন্য চরম আনন্দের উপলক্ষ। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরী-সমিত সোম বাহিনী এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে দীর্ঘ ২২ বছর পর ভারতকে ১-০ গোলে হারিয়ে ফুটবল অনুরাগীদের প্রত্যাশা পূরণ করেছে।
সমিত সোম মূলত একজন মিডফিল্ডার। বিশ্ব ফুটবলের নন্দিত তারকাদের অন্যতম সমিত সোমের বাবা মানস সোম এবং মা নন্দিনা সোম দুই জনেরই জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। সমিত সোম পেশায় ফুটবলার ছাড়াও একজন প্রকৌশলী। আর তার একমাত্র বোন ইস্পিতা সোম পেশায় চিকিৎসক।
এদিকে বাংলাদেশী বংশদ্ভূত কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমকে নতুন রূপে বরণ করেছে তার পৈত্রিক ভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা, দক্ষিণ উত্তরসুর গ্রামবাসীসহ হাজারো মানুষ। তার এ আগমনে আনন্দের বন্যা বইছে পুরো এলাকায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত