তুরস্কে এ পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল

অনলাইন ডেস্কঃ

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত এই দুই দেশে মোট ২৪ হাজার ১৬৫’রও বেশি মানুষের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা।

তুরস্কের এ পর্যন্ত ২০ হাজার ৬৬৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সিরিয়ায় উদ্ধার হয়েছে সাড়ে তিন সহস্রাধিক মরদেহ। এছাড়া দক্ষিণ তুরস্কের ভূমিকম্পন এলাকা থেকে ৯৩ হাজার ক্ষতিগ্রস্ত সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় দেশটিতে এক লাখ ৬৬ হাজার মানুষ নিয়োজিত আছে। উদ্ধারকারীরা ২৪ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। খবর আলজাজিরা।

এদিকে, জাতিসংঘ সতর্ক করেছে, ভূমিকম্পের পর জরুরি ভিত্তিতে দেশ দুটির অন্তত আট লাখ ৭০ হাজার মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন। ভূমিকম্প শুধু সিরিয়াতেই ৫৩ লাখ মানুষকে গৃহহীন করে ফেলেছে।

অন্যদিকে, দাতব্য সংস্থাগুলো বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, বিশেষ করে সিরিয়ায়। অনুসন্ধান ও উদ্ধারকারীরা ধসে পড়া হাজার হাজার ভবনের ধ্বংসস্তূপের মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

হাসিনা দেশে আসবেন কেবল ফাঁসিতে ঝোলার জন্য: উপদেষ্টা নাহিদ

স্টাফ রিপোর্টার: 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে ও ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্যই কেবল দেশে আসবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আরাফাতের জানাজায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, গণহত্যাকারীদের বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করব এ ঘোষণা দিয়েই একদফা ঘোষণা করেছিলাম। সেখান থেকে একবিন্দু পরিমাণও আমরা পিছপা হইনি।

তিনি বলেন, যারা ভারতে আশ্রয় নিয়ে ভাবছে বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলব, বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন।

তথ্য উপদেষ্টা বলেন, আমাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার। কিন্তু আরাফাতের মতো একজন শিশু দেশকে স্বৈরাচারমুক্ত করতে রাস্তায় নেমে শহীদ হয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে, যে আকাঙ্ক্ষা নিয়ে হাজার হাজার শিশু-কিশোর, ছাত্র-জনতা শহীদ হয়েছে, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী এই বাংলাদেশকে নতুন করে গঠন করা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, আরাফাতের বাবা শহিদুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

 

সবা:স:জু- ৫০৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন