তারিখ লোড হচ্ছে...

গাজীপুরে ২১৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০৪

 

নাঈম গাজীপুর জেলা প্রতিনিধি।

রংপুর হতে ০৩ টি মোটরসাইকেলে ফেন্সিডিল এর একটি বড় চালান নিয়ে গাজীপুর এর দিকে আসবে ।এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর আভিযানিক একটি দল আজ আনুমানিক রাত ০৩:৩০ টার সময় জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী বাসস্ট্যান্ড একতা সুপার মার্কেট মামা ভাগিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
মাদক ব্যবসায়ী ১) মোঃ বুলু মিয়া (৩২), ২) মোঃ শরিফুল ইসলাম (৩৪),৩) মোঃ শাহাবুল ইসলাম কবীর (২৪) এবং ৪) মোঃ বকুল মিয়া (২৮)দের ’কে গ্রেফতার করেছে র‍্যাব-

এসময় আসামীদের কাছ থেকে ২১৬ বোতল ফেন্সিডিল, মাদক বহনের কাজে ব্যবহৃত ০৩ টি মোটর সাইকেল, ০৬ টি মোবাইল ফোন ও নগদ ৭,৭৫০/- টাকা জব্দ করা হয়।

আসামীদের কে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহন করে গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

২ মাস পর খুলল বনানী-কাকলী ক্রসিং

স্টাফ রিপোর্টার:

প্রায় দুই মাস বন্ধ থাকার পর যানজট নিরসনের জন্য রাজধানীর বনানী-কাকলী ক্রসিং খুলে দেওয়া হয়েছে।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বনানী কবরস্থানের সামনের ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এখন থেকে বনানী ২৭ নম্বর রোড দিয়ে কবরস্থান ক্রসিং পার হয়ে এয়ারপোর্টে যাওয়া যাবে। তবে ২৭ নম্বর রোড ওয়ান ওয়ে (একমুখী) করা হয়েছে।

এতে বলা হয়, কামাল আতাতুর্ক রোড থেকে ২৭ নম্বর হয়ে এয়ারপোর্ট রোডে গাড়ি যেতে পারবে। তবে এয়ারপোর্ট রোড থেকে বনানী ২৭ নম্বর রোডে ঢুকতে পারবে না।

এছাড়াও বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে ২৭ নম্বর হয়ে শুধু এয়ারপোর্ট রোডে যাওয়া যাবে। বনানী রোড নম্বর ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে যারা কামাল আতাতুর্ক রোডে যেতে চান তারা ২৩ নম্বর রোড ব্যবহার করতে পারবেন।

এর আগে গত ১৭ অক্টোবর ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সড়কের চাপ সামলাতে ও রাজধানীর যানজট নিরসনে কাকলী -নানী ক্রসিংয়ের রাইট টার্ন বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়।

 

সবা:স:জু- ২৩৭/২৪

language Change
সংবাদ শিরোনাম