প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৩, ১:২০ পি.এম
মেঘনায় গাছ কাটার অপরাধে ইউপি চেয়ারম্যানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাতেনকে সরকারি গাছ কাটার অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ মার্চ) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারি কমিশনার ভূমি লিটন চন্দ্র দে জরিমানা করে এ তথ্য নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা যায়, মানিকারচর বাজার-গোবিন্দপুর সড়কের (মানিকারচর বাজার এলাকা) পাশের ৪-৫টি গাছ শ্রমিকরা কেটে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে প্রশাসনের অনুমতি ছাড়া গাছ কাটার অপরাধে কথিত ইউপি চেয়ারম্যানকে ১০ হাজার টাকা জরিমানাসহ আর কোন গাছ কিংবা ঢালও কাটা যাবে না মর্মে কঠোর নির্দেশনা দিয়েছেন।
এ বিষয়ে মানিকারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাতেনের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই জায়গা ও গাছ আমাদের তাই প্রশাসনের অনুমতি নেইনি। অন্যদিকে লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শাহজালাল নামের এক ব্যক্তি জায়গার প্রকৃত মালিক দাবি করেন। তিনি বলেন, জোরপূর্বক আমার জায়গা চেয়ারম্যান দখল করার চেষ্টা চালাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.