এম এ আজিজের অপ-সাংবাদিকতার দৌরাত্ম থামছে

গাজীপুর  প্রতিনিধিঃ

অপ সাংবাদিকত আরেক নাম এম এ আজিজ একজন জুয়াড়ি লটারি নিয়ে দীর্ঘ সময় ধরে জোয়াবাজি করে আসছে বিভিন্ন এলাকায় শ্রীপুরে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের কাছে মারধর, গাছা থানা এরিয়াতে লটারিতে জুয়া চালানোর অপরাধে পাবলিক তাকে বেঁধে ইচ্ছামত কেলিয়েছে অবশেষে তাকে কাউন্সিলর এসে থানায় প্রেরণ করেছে যার যথেষ্ট ফুটেজ আমাদের কাছে আছে, বড় বাড়ি একটি ওয়াশিং ফ্যাক্টরিতে ঢুকে বড় ধরনের চাঁদা দাবি করে ফ্যাক্টরির মালিক তাকে বলে আপনি কিসের সাংবাদিক আইন-কানুন জানেন না পারমিশন ছাড়া গেট খুলে বিনা অনুমতিতে ফ্যাক্টরিতে প্রবেশ করেছেন নাই আপনার ক্যামেরা আমাদের ফ্যাক্টরিতে এসে মিথ্যা হয়রানির চেষ্টা করছেন কেন আপনাকে পুলিশে দেব তখন মালিকের পা দরে কান্নাকাটি করতে শুরু করে এই চাঁদাবাজিতে রত সাংবাদিক অবশেষে গেট দিয়ে দৌড়ে পালিয়ে বের হয়ে যায়। এই চাঁদাবাজ এবং জুয়াড়ি অপ-সাংবাদিকত এম এ আজিজের এ রকম বহু ঘটনা রয়েছে যা আপনাদের সামনে পর্ব৷ হিসেবে তুলে ধরা হবে । ধারাবাহিক ভাবে তার অপকর্মের প্রতিবেদন তুলে ধরব আমরা বর্তমানে চলা কালীন আপকর্ম। এই অপসংবাদিকের পতন চাই আমরা যারা মূল ধারার সাংবাদিকতা করে আসছি আমাদের মিডিয়া জগতের বদনাম করছে এই অপসংবাদিক। মূল ধারার সাংবাদিকরা চায় গাজীপুরের সমস্ত প্রেস ক্লাব গুলি এই অপসংবাদিকের বিরুদ্ধে নিউজ প্রচার করা শুরু করুক ধন্যবাদ সকল সাংবাদিক মহল কে। আমি মনজুর সরকার ক্রাইম ক্রউম রিপোর্টার হিসেবে এই অপ-সংবাদিক এম এ আজিজের ক্রাইম তথ্যগুলো ধারাবাহিক ভাবে আপনাদের সামনে তুলে ধরব। আপাতত আমি এম এ আজিজ নামের অপ-সংবাদিকের পেছনের কিছু পিকচার ও ভিডিও ফুটেজ প্রকাশ করলাম। অপ-সাংবাদিক এম এ আজিজ বর্তমানে একটি ধর্ষন মামলার জামিনে থাকা আসামি।

আজিমপুরে বাসায় ডাকাতি শেষে তুলে নিয়ে যাওয়া শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার:

রাজধানীর আজিমপুরের বাসায় ডাকাতি শেষে তুলে নিয়ে যাওয়া ছয় মাসের শিশুটিকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর আজিমপুরের বাসায় ডাকাতি শেষে তুলে নিয়ে যাওয়া ছয় মাসের শিশুটিকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, অপহরণের ঘটনায় জড়িত দুর্বৃত্তকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। টাকা ও স্বর্ণালঙ্কার লুটের পর ছয় মাসের এক একটি দুধের শিশুকেও নিয়ে যায় ডাকাতচক্র।

জানা গেছে, ওই শিশুটির মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী-সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন।

গত বৃহস্পতিবার এক নারী সাবলেট হিসেবে ওই বাসায় উঠেছিলেন বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু। তিনি বলেন, পরিচিত হিসেবে কোনো ডকুমেন্টস না রেখেই মেয়েটিকে ওঠানো হয়। সেই মেয়েটি আমাদের প্রধান সাসপেক্ট। কিন্তু তার নাম-ঠিকানা বা কোথায় কাজ করত কিছুই বলতে পারছেন না গৃহকর্ত্রী।

ঘটনার সময় ওই নারী বাসায় ছিলেন জানিয়ে ওসি বলেন, জড়িত অন্যরা এলে সাবলেটে ওঠা মেয়েটি দরজা খুলে দেয়। তারপর তারা গৃহকর্ত্রীকে বেঁধে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে বাচ্চাটিকে নিয়ে চলে যায়।

এদিকে ওই ঘটনার ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। শিশুটির মায়ের এক সহকর্মী ফেসবুক পোস্টে লিখেছেন আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।

ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার সকালে র‌্যাবের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায় অপহরণের ঘটনায় জড়িত দুর্বৃত্তকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।  আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। টাকা ও স্বর্ণালঙ্কার লুটের পর ছয় মাসের এক একটি দুধের শিশুকেও নিয়ে যায় ডাকাতচক্র। জানা গেছে, ওই শিশুটির মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী-সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন।

গত বৃহস্পতিবার এক নারী সাবলেট হিসেবে ওই বাসায় উঠেছিলেন বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু। তিনি বলেন পরিচিত হিসেবে কোনো ডকুমেন্টস না রেখেই মেয়েটিকে ওঠানো হয়। সেই মেয়েটি আমাদের প্রধান সাসপেক্ট। কিন্তু তার নাম-ঠিকানা বা কোথায় কাজ করত কিছুই বলতে পারছেন না গৃহকর্ত্রী।

ঘটনার সময় ওই নারী বাসায় ছিলেন জানিয়ে ওসি বলেন জড়িত অন্যরা এলে সাবলেটে ওঠা মেয়েটি দরজা খুলে দেয়। তারপর তারা গৃহকর্ত্রীকে বেঁধে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে বাচ্চাটিকে নিয়ে চলে যায়।

এদিকে ওই ঘটনার ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। শিশুটির মায়ের এক সহকর্মী ফেসবুক পোস্টে লিখেছেন  আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।

ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

সবা:স:সু-১১৭/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম