মেঘনায় জেলা প্রশাসকের মতবিণিময় সভা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় বিভিন্ন অংশীজনদের সাথে মতবিণিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। আজ ১৪ই মার্চ মঙ্গলবার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে মতবিণিময় করেছেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন, সহকারী কমিশনার ভুমি লিটন চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা রহমান, গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, লুটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ সিকদার, চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মানিকার চর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাতেন, চন্দনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার প্রমুখ।

জেলা প্রশাসক সভা শেষে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ, রাধানগর ইউনিয়ন পরিষদের বিভিন্ন আশ্রায়ন প্রকল্প পরিদর্শন, সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন, থানা পরিদর্শন শেষে নৌ পথে চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের আশ্রায়ন প্রকল্প ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।

জুলাই বিপ্লবে আহতদের হাতে স্বাস্থ্যকার্ড তুলে দেবেন প্রধান উপদেষ্টা

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

জুলাই বিপ্লবে আহতদের হাতে আজ স্বাস্থ্যকার্ড তুলে দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কার্ড তুলে দেবেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) জুলাইয়ে আহত যোদ্ধাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যকার্ড ইস্যু করা হবে। ওইদিন বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আহতদের হাতে স্বাস্থ্যকার্ড তুলে দেবেন।

এর আগে, গত ১৪ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহতদের সঙ্গে ৬ উপদেষ্টার বৈঠক হয়। পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান গণমাধ্যমকে জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের বিনামূল্যে আজীবন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনিক আইডি কার্ড দেওয়া হবে। সব সরকারি প্রতিষ্ঠান থেকে তারা সারাজীবন বিনামূল্যে সেবা পাবেন। যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারি চুক্তি থাকবে সেখানেও বিনামূল্যে সেবা পাবেন তারা।

তিনি আরও জানান, আহতদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে বেড ডেডিকেটেড থাকবে। এ ছাড়া ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে।

 

সবা:স:জু- ৫৭২/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম