বাউফলে একই স্থানে পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে সংঘাতের আশঙ্কা

 

নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে একই স্থানে কর্মসূচি ঘোষনা কে কেন্দ্র করে সংঘাত এর সঙ্কা রয়েছে বলে মনে করছেন উভয় পক্ষের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ স ম ফিরোজ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের পক্ষে এই কর্মসূচির ঘোষনা দেয়া হয়েছে ।
১৭ মার্চ দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় একই সময় এই পাল্টাপাল্টি কর্মসূচ ঘোষণা করা হয়েছে। গত ৯ তারিখে সাধারন সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার উপজেলা প্রশাসন বরাবর চিঠি দিয়ে এ কর্মসূচির ঘোষনা দেন। অপরদিকে এর তিনদিন পরে ১২ তারিখে, উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক, ইব্রাহিম ফারুক সাক্ষরিত উপজেলা প্রশাসন বরাবর একটি চিঠির মাধ্যমে একই স্থানে একই সময় পাল্টা কর্মসূচির ঘোষনা দেন, এতে দুই পক্ষের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিবেশ সুষ্ঠু রাখা হবে। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে প্রশাসন যথাযথ আইনি ব্যবস্থা নেবে।

আমতলীতে মাদক ব্যবসায় অভিযুক্ত নাজমুলকে খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার

বরগুনার আমতলী উপজেলার গাজীপুর সিকদার বাড়ির নজরুল সিকদারের পুত্র নাজমুল সিকদার (৩৫)কে খুঁজছে পুলিশ। দীর্ঘ এক দশক ধরে মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, যৌতুক সহ একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এলাকার সূত্রে জানা গেছে, নাজমুল সিকদারের কর্মকাণ্ডে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো তো দূরের কথা, স্থানীয় বাসিন্দারা সাধারণত মুখ খুলতে সাহস পান না। তার আতঙ্কে অনেকেই গোপনে প্রতিবাদ করে থাকলেও প্রকাশ্যে সে বিষয়ে কোনো কথা বলেন না। বিশেষত, সম্প্রতি সাংবাদিকরা নাজমুল সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে, তিনি ০১৬১৭১৩২১৯৭ নম্বর থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে স্থানীয়রা আতঙ্কিত এবং প্রতিনিয়ত তার অত্যাচারে হতাশ।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নাজমুল সিকদারের বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন রয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য নিয়মিত অভিযান চালাচ্ছে। তিনি আরও বলেন, “আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং কোনোভাবেই তাকে ছাড় দেওয়া হবে না।”

এদিকে এলাকার জনসাধারণ তার শাস্তি এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, নাজমুলের বিরুদ্ধে পুলিশের কার্যক্রম আরও তৎপরভাবে পরিচালিত হওয়া উচিত, যাতে এলাকার সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি