দেবীগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

 

এনামুল দেবীগঞ্জ পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ সদর ইউনিয়ন সোনাহার গজপুরীতে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ মে) দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শরীফ ওরফে ইমরানকে (১৮) আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইমরান একই এলাকার মোঃ কাসেম আলীর ছেলে। ভুক্তভোগী ও অভিযুক্তের বাড়ি পাশাপাশি।
মামলার নথি ও ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলে জানা যায়, শরিফ ওরফে ইমরান মঙ্গলবার (৯ মে) দুপুর আনুমানিক ১২ টার সময় প্রতিবেশী ওই শিশুকে বাড়ির পাশে একা দেখতে পায়। পরে শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গোয়াল ঘরে গরুর খড় খাওয়ার
স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুটির চিৎকারে বাবা-মা এগিয়ে গেলে আসামী পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার (১০ মে) দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইমরানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবীগঞ্জ থানায় মামলা করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এক জনকে আসামি করে মামলা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দেবীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

 

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) সকালে ১১ টায় প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম লিটু, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরিবারের সভাপতি কল্যাণ রায় এবং সাধারণ সম্পাদক সফিউল হক সোহেল।

এছাড়াও দেবীগঞ্জ উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম