দেবীগঞ্জে আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ

 

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ করেছে দেবীগঞ্জ উপজেলা যুবলীগ।পঞ্চগড়ে বিএনপি- জামাতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রতির বিনষ্টের প্রতিবাদে দেবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে রোববার (১৮ জুন) বিকেলে একটি বিশাল র‍্যালী বের করে এতে যোগ দেয় হাজার ও নেতা কর্মী।

পরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠুর সভাপতিত্বে দেবীগঞ্জ এর ঐতিহাসিক দেবদারুতলা মাঠে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ। সার্বিক তত্ত্বাবধানে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী ,বাংলাদেশ কৃষক লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম(এমু) দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম (সোহেল) ১০ ইউনিয়ন সহ দেবীগঞ্জ পৌরসভার সর্বস্তরের আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

শান্তি সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেবীগঞ্জ পৌর শাখার আহ্বায়ক আহমেদ সন্ধান বলেন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্ত‌রিত করায় প্রধানমন্ত্রী শেষ হাসিনা কে ধন্যবাদ জানান এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকল কে আহবান করেন বিএনপি জামাতের অপশক্তি কে রুখে দেওয়ার জন্য দেবীগঞ্জ উপজেলা যুবলীগ সদা প্রস্তুত থাকবে।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখন ব্যাপক উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। তখন বিএনপি ও জামায়াতের গাত্র দাহ শুরু হয়েছে। তারা সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। তাই বিএনপি-জামায়াতের চক্রান্ত ও ষড়যন্ত্রের মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে যুবলীগ নেতা-কর্মীরা সবসময় প্রস্তুত আছে।

আবুধাবিস্থ বাংলাদেশ দূতবাসের নিজস্ব স্থায়ী কমপ্লেক্স নির্মানের জন্য আমিরাত সরকার কর্তৃক প্লট বরাদ্দ

সংযুক্ত আরব আমিরাত থেকে মোঃ  মোক্তার হোসেনঃ

আবুধাবিস্থ বাংলাদেশ দূতবাসের নিজস্ব স্থায়ী কমপ্লেক্স নির্মানের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক প্লট বরাদ্দ সংক্রান্ত চুক্তি (প্রোটোকল) এবং বাংলাদেশ ও ইউএই-এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে’যৌথ কনস্যুলার কমিটি গঠন সংক্রান্ত সমঝোতা স্মারক আজ ( ৩ মে, বুধবার) আবুধাবিতে স্বাক্ষরিত হয়।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর এবং বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি নিজ নিজ সরকারের পক্ষে আবুধাবিস্থ ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ প্রোটোকল এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

দুতাবাসের জন্য প্লট বরাদ্দ সংক্রান্ত প্রোটকলের মাধ্যমে ইউএই সরকার আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস কমপ্লেক্স নির্মানের জন্য নতুন কুটনৈতিক জোন-এ ৫৫১৫ বগমিটারের একটি প্লট বরাদ্দ দিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ সরকার ২০১৪ সালে ঢাকাস্থ ইউএই দূতাবাসের জন্য বারিধারায় একটি প্লট বরাদ্দ করে যার বিনিময়ে ২০২০ সালের জানুয়ারীতে ইউএই সরকার ৪২৪৬ বর্গমিটার সাইজের একটি প্লট আবুধাবিতে বাংলাদেশ দূতবাসের জন্য বরাদ্দ দেয়। কিন্তু ইউএইতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসীকে স্বাচ্ছন্দে কনস্যুলার ও কল্যাণ সেবা প্রদানসহ অন্যান্য কুটনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য সুপরিসর দূতাবাস ভবন ও অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা নির্মানের জন্য এ জমি অপর্যাপ্ত বিবেচিত হওয়ায় ২০২১ সালে দূতাবাসের পক্ষ থেকে বৃহদকার প্লট বরাদ্দের জন্য ইউএই সরকারকে অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে ইউএই সরকার নতুন প্লটটি বরাদ্দ দিয়েছে; যা পূর্বের বরাদ্দকৃত প্লটের চেয়ে আকারে প্রায় এক বিঘা পরিমান বড়। নতুন কুটনৈতিক জোনের অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে ইউএই কর্তৃপক্ষ উক্ত প্লট দূতাবাসের নিকট হস্তান্তরের পর অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী দূতাবাস কমপ্লেক্স নির্মান করা হবে যেখানে দূতালয়, রাষ্ট্রদূতের বাসভবন, অডিটোরিমসহ প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো অন্তর্ভুক্ত থাকবে।

বাংলাদেশ ও ইউএই এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নের্তৃত্বে বিভিন্ন সরকারী কর্মকর্তাদের সমন্বয়ে কনস্যুলার কমিটি গঠন সংক্রন্ত সমঝোতা স্মারকের আওতায় একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন যৌথ কনস্যুলার কমিটি গঠিত হবে । এ কমিটি নিয়মিত বৈঠকে মিলিত হবে এবং অপর দেশে বসবাসকারী নিজ দেশের নাগরিকদের জন্য কনস্যুলার ও কল্যাণ সেবা দ্রুত ও সহজলভ্যকরণ, বিচারাধীন মামলাসহ সংশ্লিষ্ট অন্যান্য জটিল কনস্যুলার সমস্যা পারস্পরিক আলোচনা ও সহযোগিতা মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে কাজ করবে। কমিটির কার্যক্রম বাস্তবায়নের জন্য তারা প্রয়োজনে এক বা একাধিক সাব-কমিটিও গঠন করতে পারবেন।

স্বাক্ষর অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত আবু জাফর তার প্রতিক্রিয়ায় বলেন – আজকে এ প্রটোকল ও সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে বাংলাদেশ ও ইউএই এর মধ্যে বিদ্যমান চমৎকার ভ্রাতৃপ্রতিম সর্ম্পকের প্রতিফলন ঘটেছে। এগুলোসহ ইতোপূর্বে স্বাক্ষরিত অন্যান্য চুক্তি ও সমঝোতা স্মারকসমূহ বাস্তবায়নের মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক শীঘ্রই অংশিদারিত্বের পর্যায়ে উন্নীত হবে। পাশাপাশি এদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উন্নততর কনস্যুলার সেবা প্রদান ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম