মেঘনায় আ’লীগের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো.আনোয়ার হোসেন,মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা মেঘনা উপজেলায় হোমনা-মেঘনা (কুমিল্লা-২) আসনের আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ আগষ্ট, ২০২৩) বিকেল ৫ ঘটিকার সময় ভাওরখোলা ইউনিয়ন পরিষদ বালুর মাঠ প্রাঙ্গনে মেঘনা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল আলম এর সভাপতিত্বে এ সভা’টি সূচনা করা হয়।
মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি’র আসন গ্রহণ করেন, সংরক্ষিত আসনের সেলিনা ইসলাম (সিআইপি) এমপি।
উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন শিশির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম।
অপরাপর ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান মিলন সরকার, যুবলীগের আহ্বায়ক আব্দুল আল বাকী শামীম, হোমনা-মেঘনা আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ, উভয় থানার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার প্রমুখ।
এ সময় নেতারা বক্তব্য রেখে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে  বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাবেন  তৃনমুল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে। সেজন্য মাননীয় প্রাধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা’র প্রতি অনুরোধ করে বলেন, হোমনা-মেঘনা আসন থেকে যেন একজন কর্মীবান্ধব নেতাকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আমরা নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ দোকানপাট ভাংচুর ও বাড়ি ঘরে আগুন,আহত ১৫

 

ইসরাফিল শেখ:

জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ও আধিপত্যকে কেন্দ্র করে বুধবার দুপুরে উল্লাপাড়া পৌর বাজারে উপজেলার ৩টি গ্রামবাসীর মধ্যে সৃষ্ট সংঘর্ষে অন্ততঃ ১৫ জন আহত হয়। এদের মধ্যে মামুন সরকার (৪৪) নামের এক ব্যবসায়ীর অবস্থা গুরুতর।
তাকে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা পাট ও তেলের গুদামসহ ৪টি গুদাম ও পৌর কাউন্সিলর নজরুল ইসলাম লেবুর বাড়িসহ অন্ততঃ ৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই সাথে অন্ততঃ ১১টি দোকান ভাংচুর ও পুড়িয়ে দেওয়া হয়। এ অবস্থায় সেনাবাহিনীর সদস্য ও উল্লাপাড়া থানা পুলিশ সেই সাথে ফায়ার সার্ভিসের ইউনিট সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।
স্থানীয়রা জানান, উল্লাপাড়া পৌর বাজারে একটি জায়গা নিয়ে হ্যালো উল্লাপাড়ার স্বত্তাধিকারী মোঃ তোতা সঙ্গে ব্যবসায়ী আমিনুল সরকার ও রাম কর্মকারের পূর্ব গোলযোগের জের ধরে বুধবার সকালে পৌর বাজারে মাছের দোকানে তোতার আত্মীয় ঝিকিড়া মহল্লার বাবলু এবং চর সাতবাড়ীয়া গ্রামের ব্যবসায়ী আমিনুল সরকারের বড় ছেলে মামুনের সঙ্গে কথা কাটাকাটি এবং মারপিট হয়। এতে মামুন গুরুতর আহত হন।
পাশাপাশি আহত হন প্রতিপক্ষ বাবলুও। পরে বাবলুর তালুকদারপাড়া মহল্লার শতাধিক লোক রামদা, ফলা, লোহার রড, ও লাঠি সোটা নিয়ে বাজারে মামুনের ও তার স্বজনদের কয়েকটি দোকান ভাংচুর করে। এই ঘটনা ছড়িয়ে পড়লে আহত মামুনের বাড়ি পার্শ্ববতী চর সাতবাড়ীয়া এবং লাগোয়া রামকান্তপুর গ্রামের মসজিদের মাইক থেকে ঘোষনা দিয়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে হামলা করে। হামলার এক পর্যায়ে বাবলুর দলের লোকজনেরও গুদাম এবং বাড়ি ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ সেনা সদস্যদের নিয়ে পাটবন্দরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।
উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, সেনা বাহিনীর সদস্যদের সহযোগিতায় তারা সংঘর্ষ নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছেন। তবে বিচ্ছিন্নভাবে সংঘর্ষে অংশ নেওয়া দুই পক্ষের লোকজন পৌর বাজারের বিভিন্ন গুদাম, দোকানপাট এবং ঝিকিড়া মহল্লার বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি শান্ত করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন। উভয়পক্ষের মধ্যে বিচ্ছিনভাবে গোলযোগ চলছিল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি