ত্রিশালে মোবাইলে নগ্ন ভিডিও  গণপিটুনিতে যুবক আহত: মসজিদের ইমাম ও তার পরিবারকে হয়রানির চেষ্টা!

ময়মনসিংহ প্রতিনিধি:

মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রদের মোবাইলে নগ্ন ভিডিও দেখাতে গিয়ে গণপিটুনিতে আহত হয়েছে এক বখাটে যুবক। আর এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে ত্রিশাল কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোফাজ্জল হক ও তার পরিবারকে হয়রানি ও লাঞ্চিত করার চেষ্টা করছে একটি কুটক্রিমহল মহল৷ ঘটনা ঘটেছে ময়মনসিংহ জেলার ত্রিশালে।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে জানা যায়, ঘটনার সূত্রপাত গত ৪ আগষ্ট বিকালে। ঘটনার সময় বহিরাগত এক যুবক শামীম (১৫) মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করে দর মোবাইল থেকে ছাত্রদের নগ্ন ভিডিও দেখাচ্ছিলো। ঘটনাটি স্থানীয় জনগন ও মাদ্রাসার অন্যান্য ছ্াত্ররা দেখে ফেলে এবং বহিরাহত ওই যুবক শামীমকে গণপিটুনি দিয়ে আহত করে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে যুবকটিকে উত্তেজিত ছাত্র জনতার হাত থেকে উদ্ধার করে চিকিতসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠান। কিন্তু ওই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে স্থানীয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ও তার ছেলেদের নামে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল৷

স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মোফাজ্জল হক এই এলাকার সাধারণ জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয় ও একজন বিজ্ঞ আলেম ব্যাক্তিত্ব হওয়ায় বিরোধী একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে৷ তারা এই ঘটনার সমস্ত দায়ভার ইমাম ও তার পুত্রদের ওপর চাপিয়ে দিয়ে তাকে মসজিদ ও মাদ্রাসার স্বীয় পদ থেকে অপসারণ করার অপচেষ্ঠায় লিপ্ত হয়েছে। আর এ জন্য তারা তিলকে তাল বানিয়ে ফেসবুক ও গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

মসজিদের ইমাম ও তার পরিবার এই ঘটনার সাথে জড়িত না থাকলেও সংশ্লিষ্ট কুচক্রী মহলটি যারপরনাই চেষ্টা চালাচ্ছে ইমাম ও তার পরিবারকে দোষী সাব্যস্ত করতে। এই কুচক্রী ও স্বার্থান্বেষী মহলটি রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাদের প্রতিবাদ করতে পারছে না সাধারণ জনগণ। স্থানীয় মুসল্লী ও এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছেন৷
তারা বলছেন, মসজিদের ইমাম ও খতিব মুফতি মোফাজ্জল হককে অসম্মান করে স্বীয় পদ থেকে অপসারণের জন্য একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। শত চেষ্টা করেও তারা কোনভাবেই সফল হতে না পেরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে ইমাম ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার ও পেশী শক্তি ব্যবহার করছে৷ এলাকাবাসী জেলা ও উপজেলা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করেছেন।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন, ঘটনাটি অনাকাংখীত। এ বিষয়ে আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। যেহেতু এটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় সেহেতু স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অনুরোধ করেছি মিমাংশা করে ফেলার জন্য।

তারাকান্দাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করায় আনন্দ র‍্যালী

 “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এ স্লোগান কে উপজীব্য করে সারা দেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসন আজ মঙ্গলবার (২১মার্চ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আনন্দ র‍্যালী করে। আনন্দ র‍্যালীটি তারাকান্দা উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসারের( ইউএনও) নেতৃত্বে শুরু হয়ে তারাকান্দা থানার সামনে গিয়ে শেষ হয়। এসময় আনন্দ র‍্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন সহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, উপজেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপকার ভোগী নারী ও পুরুষ। পরে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সমাপনি বক্তব্যের মাধ্যমে র‍্যালী শেষ হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি