দূর্বার তারুণ্যের “আমরা মালি’ কর্মসূচী এখন সুনামগঞ্জে!

স্টাফ রিপোর্টার:

‘আমার যত্নে, আমার গাছ’ এই স্লোগানকে সামনে রেখে সামজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য ‘আমরা মালি’ শীর্ষক বৃক্ষরোপনের একটি ব্যতিক্রমী কার্যক্রম পুরো দেশব্যাপী নিয়মিত পালন করে আসছে। গাছ লাগানোর পাশাপাশি সেই গাছ নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রেখে সবুজায়নে সজ্জিত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

তারই ধারাবাহিকতায় আজ ১২ আগষ্ট (শনিবার) সুনামগঞ্জ জেলায় সদর থানায় শতাধিক বৃক্ষরোপন করে দূ্র্বার তারুণ্য সুনামগঞ্জ জেলা শাখা কমিটি। দূর্বার তারুণ্য সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অক্ষয় কুমার দে জয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্যের সিলেট বিভাগীয় সমন্বয়ক ইমন আহমেদ বাপ্পি।

অনুষ্ঠানে নাদের বখত বলেন, পরিবেশগত  ভারসাম্য রক্ষায় একটি দেশের  আয়াতনের শতকরা ২৫ ভাগ এলাকায় বনভূমি থাকা একান্ত প্রয়োজন। তাই বৃক্ষ রোপন ও সঠিক পরিচর্যা পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি একজন ব্যক্তির পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্য বিধান এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে।

অক্ষয় কুমার দে জয় বলেন, সমাজ সচেতনতায় এরকম একটি প্রকল্প হাতে নেয়ার জন্য দূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের জেলায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যহত থাকবে। বৃক্ষরোপণ করেই আমাদের দায়িত্ব শেষ নয়, বৃক্ষের সঠিক পরিচর্যাই এই প্রকল্পের মূল অংশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহির উদ্দিন মিলন, রিদয় পাল, আপন দেব, বাবু আহমেদ, সাহিন মিয়া,রাফি ইসলাম,আবুল মিয়া, অরুপ সহ অন্যান্যরা।

জকিগন্জে ভূমি নিয়ে প্রতিপক্ষের হামলায় মিয়াজানকে হত্যার চেষ্টায় থানায় অভিযোগ।

এমডি আকাশ খান;

জকিগঞ্জ উপজেলার নয়া গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আব্দুর রশিদ মিয়াজান (৪৫) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষ কর্তৃক একই এলাকার জিয়াউর রহমান গংরা হত্যার চেষ্টায় শেষমেষ সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়,আব্দুর রশিদ মিয়াজান তাদের বৈদ সম্পত্তি, প্রবাসী জিয়াউর রহমানের গঙ্গের নামে স্যাটেলমেন্ট জরিপে আর এস রেকর্ড হলে মিয়াজান রেকর্ড সংশোধনের জন্য লেন্ড স্যারবে মামলা ও সত্য মোকদ্দমা নং ১৭৬৯,২০২১ ইং এ মামলা গুলো দায় করলে মামলা তুলে নেওয়া জন্য জিয়াউর রহমান গংরা ভয় বিতি সহ বিভিন্ন ধরনের হুমকি দামকি সহ নির্যাতন করে আসছে এহেন অবস্থায় গত ০৬/০৪/২০২২ইং তারিখে জিয়াউর রহমান বিদেশ থেকে বাড়িতে এসে আব্দুর রশিদ মিয়াজান ও তা স্ত্রী হেনা বেগমকে ভিন্ন অকৃত্য ভাবে গালি-গালাজ করথে থাকে। শেষে গত ১০/০৪/২০২২ইং আনুমানিক বিকেল ৪ ঘটিকার সময় মিয়াজানদের বাড়ির উঠানে জিয়াউর রহমান সহ অন্যরা লাঠি সটা নিয়ে ও সুপারি গাছের লাঠি নিয়ে একদল দাঙ্গাবাজ মিয়াজানের উপর হামলা চালায় এ সময় তাদের কে এলো পাতারি মার পিঠে গুরুতর আহত অবস্থায় মিয়াজান মাটিতে পরে লঠিয়ে পড়লে জিয়াউর রহমান হত্যার উদ্দেশ্যে আব্দুল রশিদ মিয়াজানের গলায় বটি দা ধরে মূত্যুর নিশ্চিত চান আব্দুল রশিদ মিয়াজানেরহাতে ও পায়ে সজুরে ধরে রাখে এসময় সাক্ষী মনাপ মিয়া জিয়াউর রহমানের হাত থেকে দা উদ্ধার করে মিয়াজান কে প্রানে বাঁচান এসময় তার স্ত্রী হেনা বেগম আগাইয়া আসিলে তাকে ও উল্লেখিত আসামিরা চুলে ধরে পছন্ড মার পিট করে মাটিতে ফেলে দেয় এসময়ে জিয়াউর রহমান হেনা বেগমের গলায় থাকা ৭০ হাজার টাকার মূল্যের স্বর্নের চেইন চিনতাইয় করিয়া নাইয়া যায় শেষে আশপাশের লোকজন আহত এ দুজন কে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শেষে আব্দুর রশিদ মিয়াজান এর অবস্থার অবনতি ঘটলে আংঙ্কা জনক অবস্থায় সিলেট উসমানী মেডিক্যাল কলেজ ভর্তি করা হয় , এই ঘটনায় গত ১১/০৫/২০২২ইং তারিখে মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে আব্দুর রশিদ মিয়াজান বাদি হয়েও একিই বাড়ির মৃত আতাউর রহমানের ছেলে জিয়াউর রহমান(৩৮) ফয়জুর রহমান (৩২) মহিবুর রহমান (৫২) কে আসামি করে , স্বরাষ্ট্রমন্ত্রণালে একটি অভিযোগ ও জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে , এই ঘটনায় যদি কোনো মামলা দায় করা হয় তাহলে তাদের কে প্রাণে মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দেয় জিয়াউর রহমান ও তা সহযোগিরা। উল্লেখ্যিত আসামী বিদেশে পলায়ন করিতে পারে বলে জানায় ভুক্ত ভোগীরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম