মেঘনায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।                                                                                                                                                     দিবসটি উপলক্ষে (১৫ আগষ্ট, ২০২৩) মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম (এমপি)। পরে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহ্ফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারপর সকল কর্মসূচি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে পর্বটি সমাপ্ত ঘোষণা করা হয়।

থার্টি ফাস্ট নাইটে পার্টি না করে শীতবস্ত্র বিতরণ করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার:

থার্টি ফাস্ট নাইটে পার্টি না করে ‘কেবল কম্বল নয়, শীতের পোষাক করবো দান, বেঁচে থাকুক সকল প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এ বছরও শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট উদ্বোধন করেছে।

গতকাল দিনগত মধ্যরাতে ঢাকা মহানগরীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ গোলাম ফারুক মজনু। এসময় আশেপাশের বিভিন্ন রাস্তা ঘুরে ঘুরে বয়স ও পেশা ভেদে শতাধিক মানুষকে হরেকরকম শীতবস্ত্র বিতরণ করা হয়। এই প্রজেক্টের বিশেষত্ব হলো- বিভিন্ন বয়সের মানুষকে তাদের সাইজ ও পছন্দ অনুযায়ী শীতের পোশাক দেয়া হয়। যা পরিধান করে সুবিধাবঞ্চিত মানুষরা শীত নিবারন করে নিজেদের দৈনিক আয় নির্বিঘ্নে করতে পারবে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ গোলাম ফারুক মজনু বলেন, দূর্বার তারুণ্য ফাউন্ডেশন চমৎকার একটি উদ্যোগ প্রতিবছর শীতকালে সম্পন্ন করে। আমি তাদের এ ধরনের কার্যক্রম বিভিন্ন গনমাধ্যমের সুবাদে দেখেছি। তাদের আইডিয়া আমাকে অভিভূত করেছে। একজন কর্মজীবী মানুষ তিনি কম্বল পেলে তার ঘুমানোর সময় শান্তি পাবে। কিন্তু বিকাল থেকে রাত ১০/১১ টা পর্যন্ত কাজের সময় তার প্রয়োজন জ্যাকেট এর মতো শীতবস্ত্র। শীতে যেন কষ্ট না পেয়ে তার নিজের কাজ চালিয়ে যেতে পারে , সেজন্যই দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এমন উদ্যোগ গ্রহন করেছে। তাদের এ ধরনের কার্যক্রমে পাশে থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।

আয়োজকদের পক্ষ থেকে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, আমরা প্রতি বছরই শীতবস্ত্র বিতরণ করে থাকি। আপনারা সকলেই জানেন, দূর্বার তারুণ্য ফাউন্ডেশন সবসময়ই ইউনিক আইডিয়া বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পুরো বাংলাদেশে শীতবস্ত্র বিতরণের সামর্থ্য আমাদের নেই। তবে আমরা আজকের উপহার দেয়ার মাধ্যমে একটা পথ দেখিয়ে দিলাম। বয়সভেদে হরেকরকম শীতবস্ত্র বিতরণ এর আগেও আমরা করেছি। তবে এবার নতুনত্ব হল, থার্টি ফাস্ট নাইটে পার্টি করে কিংবা আতশবাজি ফুটিয়ে, টাকা নষ্ট না করে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে এভাবে থেকেও আনন্দ করা যায়। আসুন , আমরা সকলে মিলে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। নিজ অবস্থান থেকে চেষ্টা করি।

অনুষ্ঠানে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান , মুহাম্মদ আবু আদিল, শুভ সেন, মিরাজ হোসেন, তৌকির আহমেদসহ দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। শীতকালে সবাই সাধারণত কম্বল দেয়, তবে এরকম ব্যতিক্রমী বয়সভেদে নানারকম শীতবস্ত্র বিতরণের উদ্যোগ তাদেরকে আনন্দিত ও তীব্র শীতে স্ব কাজ করার উদ্যোম তৈরী করেছে বলে জানায় সুবিধাবঞ্চিত মানুষেরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম