সাংবাদিক তালুকদার রুমিকে অবিলম্বে মুক্তি দিন : এম আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার॥

সরকারের বানোয়াট ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাংবাদিক তালুকদার রুমির অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ।

আজ ১৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন-বিএমএসএফ -এর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও এস এম তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ। তিনি বলেন, ২৭ জুলাই রাতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র কার্যনির্বাহী সদস্য ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক রুমিকে বাসা থেকে পুলিশ প্রথমে তুলে নিয়ে যায় কোন ওয়ারেন্ট ছাড়াই। পরে বানোয়াট রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে জেলে পাঠায়। রুমি একজন সাহসী সাংবাদিক ও একটি পত্রিকার নির্বাহী সম্পাদক। কোন পরোয়না ছাড়াই তাঁকে বাসা থেকে তুলে নেওয়া প্রমাণ করে সমাজটা কোন পর্যায়ে নেমেছে। সভ্যতা-ভব্যতা কোন পর্যায়ে গেছে এই গ্রেফতার থেকে স্পষ্ট হয়েছে। একজন সাংবাদিককে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো বাংলাদেশে নতুন কালচার। গত ১৫ বছরে আমরা দেখেছি যে প্রথমে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হবে, তারপর কয়েকদিন গুম করে বানোয়াট ও হয়রানিমূলক মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়। বাংলাদেশে যদি আইনের শাসন থাকতো তাহলে প্রথমে তালুকদার রুমির বিরুদ্ধে মামলা হতো ওয়ারেন্ট জারি হতো। তা না করে আগে গ্রেফতার ও পরের দিন বানোয়াট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অবিলম্বে এই বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহার ও রুমির মুক্তি দাবি করছি।

বিএফইউজে সভাপতি বলেন, সাংবাদিক ও গণমাধ্যমকে দমন নিপীড়ন করে কোন স্বৈরশাসকের শেষ রক্ষা হয়নি।

বিএফইউজে’র মহাসচিব নুরুল আমিন রোকন বলেন, সরকার গত ১৫ বছরে অনেক সাংবাদিক হত্যার সাথে জড়িত। সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার আজ পর্যন্ত করতে পারে নাই। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে ও সাংবাদিকদের কন্ঠ স্তব্ধ করতে চাচ্ছে, এটা আর সম্ভব না, সাহসী সাংবাদিক তালুকদার রুমির অবিলম্বে মুক্তি দাবি করছি।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন-বিএমএসএফ’র সভাপতি জাকির হোসেন বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র কার্যনির্বাহী সদস্য কারারুদ্ধ, অথচ ইউনিয়ন কোন ভূমিকা নিচ্ছে না। ইউনিয়নের নেতাদের উদেশ্যে আহবান জানিয়ে তিনি বলেন, তালুকদার রুমির মত সাহসী সাংবাদিকের কন্ঠ স্তব্ধ করার প্রতিবাদে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং রুমির মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন-বিএমএসএফ এর আয়োজনে বিক্ষোভ সমাবেশে আরোও বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন, বিএফইউজে’র সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, ডিইউজে’র সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল আমিন, বিএমএসএফ‘র কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, হুমায়ুন কবির, খুরশেদ আলম, তালুকদার বেলাল, জিয়াউর রহমান, এফবিজেও এর ভাইস চেয়ারম্যান লুৎফূন নাহার রিক্তা, জেসমিন জুঁই, বাবুল দাস লাল, এস এ আলমগীর প্রমুখ।

মেঘনায় নবগঠিত ছাত্রলীগ কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেঘনা উপজেলার নয়া কান্দারগাঁও ছাত্রলীগের প্রধান কার্যালয়ে নবগঠিত মেঘনা ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ (১ মে,২০২৩) সোমবার সকাল ১১ ঘটিকার সময় মেঘনা উপজেলার সাবেক সভাপতি এস এইচ সাইদ এর নেতৃত্বে মেঘনা উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

নবগঠিত মেঘনা উপজেলা ছাত্রলীগ কমিটি নিয়ে ‘এস এইচ সাইদ তার লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, অদ্য ২৪-০৪-২০২৩ইং ঘোষিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ রাত ১২ ঘটিকায় প্রেস রিলিজের মাধ্যমে মেঘনা উপজেলা ছাত্রলীগের যে কমিটি দিয়েছে তা সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী। এ গঠনতন্ত্র বিরোধী অবৈধ কমিটি দেওয়ায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোন প্রকার নোটিশ/সম্মেলন ছাড়াই বিবাহিত, অযোগ্য ও বয়স্কদের দিয়ে কমিটি করা হয়েছে। মেঘনা উপজেলার রাজপথের ছাত্রলীগের কর্মীরা অবৈধ প্রক্রিয়ায় ঘোষিত কমিটি মানবে না বলে দাবি করেন তিনি। পাশাপাশি ত্যাগী, পরিশ্রমী, পরিমলা ছাত্র নেতাদের দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হউক। তা না হলে এই অবৈধ কমিটি ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা শাখা কর্তৃক গঠনতন্ত্র বহির্ভূত ও টাকার বিনিময়ে রাতের আঁধারে মেঘনা উপজেলা ছাত্রলীগের কমিটি করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী নবগঠিত ছাত্রলীগ কমিটির সভাপতি -মোহাসিন সোহাগের ছাত্রলীগ করার বয়স উত্তীর্ণ হয়েছে। মোহাসিন সোহাগের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, এসএসসি সার্টিফিকেট’র বয়স, নাম ও তার পরিবারের সদস্যদের সাথে তার ভোটার আইডি কার্ডের কোন মিল নেই। আপনারা সাংবাদিক ভাইয়েরা চাইলে যাচাই করতে পারেন।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব হাসান শরিফ, সাধারণ সম্পাদক শফিক দেওয়ান, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক মো.আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন ও দপ্তর সম্পাদক জুনায়েদ আহমেদ প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম