ভোলায় মেঘনা নদীতে মাছ শিকার করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

 

ভোলা জেলা প্রতিনিধি ফয়জুল বারী (রুবেল):

শুক্রবার সকাল ১১ টার দিকে বেলাল মাঝি,লিটন মাঝির নেতৃত্বে ধনিয়া ও মদনপুর ইউনিয়নের নিকটবর্তী মাঝ নদীতে একটি নির্দিষ্ট বাঁকে পাই জাল (সরকার নিষিদ্ধ ঘোষিত জাল) দিয়ে আগে ও পরে মাছ ধরাকে কেন্দ্র করে,প্রতিপক্ষ হারুন মাঝি ও রহিম মাঝির সাথে বাক বিতন্ডের একপর্যায়ে সংঘর্ষের রূপ নেয়,এ সময় বশির মাঝি সংঘর্ষের বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনদের নিয়ে ঘটনা স্থলে গেলে রহিম মাঝি,হারুন মাঝির সাথে থাকা ভুট্টোর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের সঙ্ঘবদ্ধ জেলেদের হাতে ব্যাপক নির্যাতনের শিকার হন,বশির মাঝির সাথে আহত ব্যক্তিরা হলেন,বেলাল মাঝি,লিটনমাঝি,কাশেম,মুছা,বাপ্পি,ঝন্টু,নাগর,ইব্রাহিম,শান্ত,মিজান,জিয়া,রিদান.এ সময় রহিম মাঝি হারুন মাঝি ও ভুট্টুর নেতৃত্বাধীন লোকদের দ্বারা বশির মাঝির একটি ট্রলারকে ভেঙে ডুবিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে,আহত ব্যক্তিদের সকলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে,আহতদের মধ্যে বশির মাঝি ও বাবুর্চি কাশেমের অবস্থা কিছুটা সংকটাপর্ণ,বাকি সকলে কাটা,ফুলা,যখমের,প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন ভোলা সদর হাসপাতালে,এদিকে প্রতিপক্ষ হারুন মাঝি,রহিম মাঝি ও ভুট্টুও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন,উভয় পক্ষের আহত ব্যক্তিদের দেখতে আসেন মদনপুর ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে তার ভাই মহসিন নাগর,এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সুস্থ সমাধানের জন্য এবং উভয় পক্ষের আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও ন্যায় বিচারের প্রত্যয় ব্যক্ত করেন,এ সময় ধনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিঠু মেম্বার,শরিফুল ইসলাম গোলদার(সাবেক মেম্বার) ও সাইফুল ইসলাম সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোলায় কোটি টাকার বিদেশি সিগারেটসহ অবৈধ মালামাল জব্দ

ভোলায় কোটি টাকার বিদেশি সিগারেটসহ অবৈধ মালামাল জব্দ

ভোলা জেলা সংবাদদাতা: ভোলায় শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫ টার দিকে অবৈধ কারেন্ট জাল, পলিথিন আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৭ কোটি ৮ লক্ষ ২ হাজার ৩৬০ টাকা বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন অর রশিদ নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা থেকে ভোলায় আসা এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৭ কোটি ৮ লক্ষ ২ হাজার ৩৬০ টাকা মূল্যের ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল, ৮০ কেজি অবৈধ পলিথিন, ৫ হাজার ৮৮৯ পিস আতশবাজি এবং ১৯ হাজার ৬০০ শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে নষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর ভোলা, অবৈধ বিদেশি সিগারেট বরিশাল কাস্টমস ও আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম