প্রতিদিনের কাগজ’র ফেসবুক পেজ হ্যাকড

 

নিজস্ব সংবাদদাতা
জনপ্রিয় দৈনিক প্রতিদিনের কাগজ ও নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড করা হয়েছে। গত ০৫/১২/২০২৩ ইং বিকেল ৪টার দিকে এক ভিডিও বার্তায় নিজেই তার পেজ হ্যাক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

খায়রুল আলম রফিক বলেন, ‘ফেসবুকে pkagoj.com ও protidiner kagoj নামে আমার দৈনিক প্রতিদিনের কাগজ ভেরিফায়েড পেজ দুটি হ্যাক হয়েছে। একটি কুচক্রি মহল পেজ দুটি হ্যাক করেছে বলে মনে হচ্ছে। তারা পেজটির নিয়ন্ত্রণ নিয়ে গেছে। ফেসবুকে ২০ হাজারও বেশি ভক্ত-শুভাকাঙ্ক্ষী অনুসরণ করেন প্রতিদিনের কাগজকে । এদিকে হঠাৎ করে ফেসবুক দুটি পেজ হ্যাক করে অশ্লীল,নোংরা ভিডিও আপলোড করছে।

এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে খায়রুল আলম রফিক তিনি বলেন, ‘সব শুভাকাঙ্ক্ষীদের বলব, এই পেজ থেকে কাউকে ম্যাসেজ করা হলে বা পত্রিকার কোন পদে আছে এমন পরিচয় দিয়ে টাকা দাবি করলে তারা যেন বিভ্রান্ত না হন, তারা যেন বিশ্বাস না করেন।

এছাড়া আইনি ব্যবস্থা নেয়ার ব্যাপারে রফিক বলেন, ‘এ ব্যাপারে আমার খুব একটা ধারণা নেই। অতীতে আমার একটা ফেসবুক পেজ হ্যাক হয়েছিল । পরে আবার ফিরেও পেয়েছেন। থানায় জিডি ও অভিযোগ করেছি পুলিশ শিগগিরই যথাযথ ব্যবস্থা নেব বলে জানান । এটি উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করবে বলেও জানান।

চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে হুমকি

স্টাফ রিপোর্টারঃ

দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় ও অনলাইন ভার্সনে “সন্দ্বীপে একযুগ ধরে প্রক্সি শিক্ষিকা নিয়োগ দিয়ে বেতনভাতার সুবিধা নিচ্ছে চেয়ারম্যানের ‘স্ত্রী’!” এই শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর থেকেই নড়েচড়ে বসে সন্ধীপের প্রাথমিক শিক্ষা অফিস। বিশেষসূত্রে পাওয়া এই খবরে সাংবাদিকের পরিচয় গোপন করা হয়েছিল। কিন্তু সন্দ্বীপের এক যুবক, যিনি কিছু অনলাইন পোর্টালে কাজ করেন, তাকে মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই সে যুবক দৈনিক সবুজ বাংলাদেশ এর অফিসে নিজের অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতা ভোগার কথা জানিয়েছেন। কেবল মামলাই নয়, মিজানুর রহমান মিজান এর ভাই ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত হওয়ায় সাংবাদিক এর জীবন হুমকির মুখে।

মিজানুর রহমান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহ-সভাপতি। তার ছোট ভাই মাকসুদুর রহমান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তার ছোট ভাই-ই মূলত ত্রাসের রাজত্ব কায়েম করেছে সন্ধীপে। চেয়ারম্যান এর ছত্রছায়ায় একের পর এক অপকর্মে জড়িত মাকসুদ। মিজানুর রহমান মিজান বিরুদ্ধে এলাকায় নানান অভিযোগ রয়েছে। জমি দখল, চাঁদাবাজি, অবৈধ ইট ভাটার মালিকানা ও তার ভাইয়ের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে প্রতিবেদন আসছে……..(চলবে)

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম