স্টাফ রিপোর্টারঃ
দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় ও অনলাইন ভার্সনে "সন্দ্বীপে একযুগ ধরে প্রক্সি শিক্ষিকা নিয়োগ দিয়ে বেতনভাতার সুবিধা নিচ্ছে চেয়ারম্যানের ‘স্ত্রী’!" এই শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর থেকেই নড়েচড়ে বসে সন্ধীপের প্রাথমিক শিক্ষা অফিস। বিশেষসূত্রে পাওয়া এই খবরে সাংবাদিকের পরিচয় গোপন করা হয়েছিল। কিন্তু সন্দ্বীপের এক যুবক, যিনি কিছু অনলাইন পোর্টালে কাজ করেন, তাকে মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই সে যুবক দৈনিক সবুজ বাংলাদেশ এর অফিসে নিজের অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতা ভোগার কথা জানিয়েছেন। কেবল মামলাই নয়, মিজানুর রহমান মিজান এর ভাই ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত হওয়ায় সাংবাদিক এর জীবন হুমকির মুখে।
মিজানুর রহমান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহ-সভাপতি। তার ছোট ভাই মাকসুদুর রহমান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তার ছোট ভাই-ই মূলত ত্রাসের রাজত্ব কায়েম করেছে সন্ধীপে। চেয়ারম্যান এর ছত্রছায়ায় একের পর এক অপকর্মে জড়িত মাকসুদ। মিজানুর রহমান মিজান বিরুদ্ধে এলাকায় নানান অভিযোগ রয়েছে। জমি দখল, চাঁদাবাজি, অবৈধ ইট ভাটার মালিকানা ও তার ভাইয়ের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে প্রতিবেদন আসছে........(চলবে)
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.