বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিঠা উৎসব পালিত

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

শীত কিংবা গ্রীস্ম মানেই ঘরে ঘরে মুখরোচক পিঠাপুলির আয়োজন। তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাঙালিদের পিঠাপুলিসহ অনেক ঐতিহ্য। এখন আবার নানা ধরনের ফাস্ট ফুড খাবারের কারণে হারিয়ে যাচ্ছে অনেক পিঠাপুলি। কিন্তু গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার দিলোয়ার হোসেন সুমন আয়োজন করেন পিঠা উৎসবের।
হারিয়ে যাওয়া পিঠাপুলির সাথে এমন আয়োজন করায় অভিনন্দন জানায়, সুধি মহল। এতে হারিয়ে যাওয়া পিঠার ঐতিহ্য ও স্বাধ ফিরে আসবে বলে তারা মনে করেন।
এদিকে আমেরিকা প্রবাসী আয়েশা বেগম জুঁই ও তাঁর পরিবারের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারী টেবিল ও হুইল চেয়ার হস্তান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও ডাক্তার স্বজল এস চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি এটিএম সুয়েব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমনের পিতা মো. শাহাদত হোসেন, রাবেয়া বেগম, ডাক্তার কুলসুমা আক্তার রোজি, ডাক্তার রাজীব বৈষ্ণব, আমেরিকা প্রবাসী ওয়াহিদুল ইসলাম মিতুল, আয়েশা বেগম জুঁই, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্রাচার্য্য, নাসির্ং সুপারভাইজার জয়শ্রী দেব, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ রায়চাঁদ দাশ, স্বাস্থ্য পমপ্লেক্সের টিএলসিএ দিভাংশু গুণ

ছাতকে জামায়াত শিবিরের বিরুদ্ধে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে সরকারি শিক্ষানীতি ও বর্তমান পাঠ্যপুস্তকের ভূল সংশোধনী নিয়ে শুক্রবারে মসজিদে বয়ান করায় গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল গোবিন্দগঞ্জ নতুন বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছালাম আল মাদানী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের এক নেতা। এ ঘটনায় গোবিন্দগঞ্জ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গত ৮ ফেব্রুয়ারি রোজ সোমবার বিকাল, তিন ঘটিকার সময় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউনিয়ন আওয়ামীগের উদ্দ্যোগে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেরারম্যান ফজলুর রহমান, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন। প্রধান অতিথি ফজলুর রহমান বলেন, জামায়াত নেতা প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছালাম আল মাদানীর নেতৃত্বে গত শুক্রবার ছাত্রলীগ নেতার উপর হামলা করা হয়। শুধু হামলা করে শেষ নয় তার মদত পুষ্ট স্থানীয় ও প্রবাসী বাহিনী দ্বারা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম