স্টাফ রিপোর্টার-
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এর বরাদ্দকৃত বাসা ভাড়া আদায় না করায় হওয়ায় সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বন্চিত হচ্ছে।
জানা যায়, একাধিক ভবনের কোয়ার্টারগুলো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ৪০ টি পরিবারেরর নামে বরাদ্দ ছিল।
নির্ধারিত হারে তাদের বেতন থেকে কয়েক লক্ষ টাকা বাসা ভাড়া কর্তন করা হতো। কিন্তু গত ৫ বছর যাবত রহস্যজনক কারনে কোন বাসা ভাড়া কর্তন করা হয় না। বলা হচ্ছে ভবনগুলো পরিত্যক্ত। তাই ভাড়া/ কোন সার্ভিস চার্জ কর্তন করা হয় না। অনুসন্ধানে জানা যায়, ভাড়ার টাকা কর্তন করা না হলেও এখানে ৪০ টি পরিবার বসবাস করে আসছে বছরের পর বছর যাবত।বিগত ৫ বছর ধরে তাদের কাছ থেকে কোন ভাড়া বা সার্ভিস চার্জ কর্তন করছে না কর্তৃপক্ষ। এভাবে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে - শুধু এর কর্মকর্তাদের উদাসিনতার জন্য।
ভবনগুলো পরিত্যক্ত বলা হলেও কিছুদিন আগে ৩০ লক্ষ টাকা খরচ করে পানির পাম্প মেরামত করা হয়। যার পানি ব্যবহার করছে ভবনের বাসিন্দারাসহ আশেপাশের অনেকেই।
বাসিন্দাদের স্বার্থে সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয়ের বিষয়টি জানতে প্রপ্তিষ্ঠানের পরিচালক (প্রশাসন) মো. মাহমুদুল হক এর মুঠোফোনে কল করা হলে তিনি বলেন ভাই আমাদের নিয়ে না লেখাটাই ভাল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.