চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

 

এস.এ.এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যূরো :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম ১৪ আসন থেকে তিন তিনবার নির্বাচিত সাংসদ নজরুল ইসলাম চৌধুরী (এমপি) কে গতকাল বেলা ১১ টার সময় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যােগে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম চৌধুরী (এমপি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমা চাকমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ(ওসি) ওবাইদুল ইসলাম, হাসিমপুর ইউনিয়ের চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক, যুবলীগের আহ্বায়ক তোহিদুল ইসলাম চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

শাকিব হত্যা মামলা নিতে ফেনী থানার টালবাহানা

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের নির্বিচার গুলিবর্ষনে নিহত হন শাকিব। এই হত্যার নির্দেশ দাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফেনীর সংসদ সদস্য , নিজাম উদ্দিন হাজারী আলাউদ্দিন আহমেদ( আলাউদ্দিন নাসিম) ও মাসুদ উদ্দিন চৌধুরীসহ অভিযুক্তদের বিরুদ্ধে ফেনী থানায় অভিযোগ দাখিল করেন নিহত শাকিবের মা মাফুজা আক্তার।
এই অভিযোগ দাখিলের পর থেকে ফেনী থানার ওসি টালবাহানা শুরু করেন বলে জানান মামলার বাদি। মামলা রের্কড না করে কালকেক্ষপণ করেন ওসি। এবিষয়ে মামলার বাদি ওসির কাছে জানতে চাইলে তিনি মামলার অভিযোগপত্র থেকে শেখ হাসিনা ওবায়দুল কাদের, মো.আলাউদ্দিন আহমেদ চৌধুরী (আলাউদ্দিন নাসিম), নিজাম উদ্দিন হাজারী ও মাসুদ উদ্দিন চৌধুরীর নাম বাদ দিতে বলেন। বাদি তাদের নাম বাদ না দেওয়ায় মামলা রের্কড করা হয়নি ।
এবিষয়ে জানতে ফেনী থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,অভিযোগ পেয়েছি। আমাদের কাজ চলছে। দ্রুত কোর্টে পাঠানো হবে।
অসহযোগ আন্দোলনের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নেয় ছাত্র জনতা । এ সময় নিজাম হাজারীর নেতৃত্বে নিরীহ ছাত্র জনতার উপর প্রকাশ্য দিবালোকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি করা হয় । ঘটনায় এখন পর্যন্ত ১১জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে শাকিব ছিলো অন্যতম ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম