নিজস্ব প্রতিবেদক:
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের নির্বিচার গুলিবর্ষনে নিহত হন শাকিব। এই হত্যার নির্দেশ দাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফেনীর সংসদ সদস্য , নিজাম উদ্দিন হাজারী আলাউদ্দিন আহমেদ( আলাউদ্দিন নাসিম) ও মাসুদ উদ্দিন চৌধুরীসহ অভিযুক্তদের বিরুদ্ধে ফেনী থানায় অভিযোগ দাখিল করেন নিহত শাকিবের মা মাফুজা আক্তার।
এই অভিযোগ দাখিলের পর থেকে ফেনী থানার ওসি টালবাহানা শুরু করেন বলে জানান মামলার বাদি। মামলা রের্কড না করে কালকেক্ষপণ করেন ওসি। এবিষয়ে মামলার বাদি ওসির কাছে জানতে চাইলে তিনি মামলার অভিযোগপত্র থেকে শেখ হাসিনা ওবায়দুল কাদের, মো.আলাউদ্দিন আহমেদ চৌধুরী (আলাউদ্দিন নাসিম), নিজাম উদ্দিন হাজারী ও মাসুদ উদ্দিন চৌধুরীর নাম বাদ দিতে বলেন। বাদি তাদের নাম বাদ না দেওয়ায় মামলা রের্কড করা হয়নি ।
এবিষয়ে জানতে ফেনী থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,অভিযোগ পেয়েছি। আমাদের কাজ চলছে। দ্রুত কোর্টে পাঠানো হবে।
অসহযোগ আন্দোলনের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নেয় ছাত্র জনতা । এ সময় নিজাম হাজারীর নেতৃত্বে নিরীহ ছাত্র জনতার উপর প্রকাশ্য দিবালোকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি করা হয় । ঘটনায় এখন পর্যন্ত ১১জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে শাকিব ছিলো অন্যতম ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.