নবীনগরে পানিতে ডুবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

 

বিপ্লব নিয়োগী তন্ময়,
নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. আদনান(১৫) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সে পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের থোল্লা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

বুধবার (১৫ ডিসেম্বর) নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের জিনদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আদনানে’র মা জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজে’র শিক্ষিকা হওয়ার সুবাধে জিনদপুর গ্রামের এক বাড়িতে ভাড়া থাকতেন তারা।

আদনান জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজে থেকে এ বছর এসএসসি পরিক্ষা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আদনান এবং তার ছোট ভাই বাড়ির পাসের একটি পুকুর পাড়ে ফুটবল খেলছিলেন। খেলার এক পর্যায়ে ফুটবল পুকুরের মাঝে চলে যায়। পুকুরের মাঝ থেকে ফুটবল আনতে গেলে অতিরিক্ত ঠান্ডা পানিতে সে আকষ্মিক তলিয়ে যায়।

আদনানের ছোট ভাই পুকুরের পানিতে নেমেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি শেষে মাছ ধরার জাল দিয়ে তাকে উদ্ধার করেন।

নবীনগর থানা’র এস আই মনির হোসেন দৈনিক সবুজ বাংলাদেশ কে জানান,পুকুরের পানি অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারনে ছেলেটি বল নিয়ে আর পুকুর থেকে উঠে আসতে পারেনি।
লাশটি তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেঘনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম : এলাকাবাসীর বিক্ষোভ

মো. আনোয়ার হোসেন,মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় ইউপি সদস্যকে পরিকল্পিত ভাবে পথরোধ করে দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। ইউপি সদস্যের নাম মো: আবুবকর। তিনি উপজেলার বড়কান্দা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য।আহত ইউপি সদস্যকে স্থানীয় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

গতকাল শনিবার সকাল ৯ টায় বড়কান্দা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে। ইউপি সদস্যের পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মত আবুবকর তার ব্যবসা প্রতিষ্ঠান উপজেলার মানিকার চর বাজারে আসার জন্য বাড়ি থেকে বের হয়ে বড়কান্দা চৌরাস্তা এলাকায় এলে পূর্বে থেকে উৎপেতে থাকা দূর্বৃত্তরা লোকালয়ের সামনে দেশীয় অস্ত্রের আঘাতে গুরতর আহত করে।

এ বিষয়ে বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপনের মুঠোফোনে ফোন ও ক্ষুদে বার্তা পাঠালেও ফোন রিসিভ করেননি।

মেঘনা থানা নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনা জানার পর তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি বিষয় টি পর্যবেক্ষণ করছি এবং অভিযোগ পেলেই ব্যবস্থা নিবো।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া