চেক জালিয়াতির মামলায় সিএনএন বাংলা টিভির শাহীন আল মামুন গ্রেফতার

আল-আমীন মল্লিক শ্যামল :

চেক জালিয়াতির মামলায় ‘সিএনএন বাংলা’ আইপি টিভির ব্যবস্থাপনা পরিচালক শাহিন আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আটি বউবাজার ওয়াপদা কলোনী এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা, ব্রাক্ষণবাড়িয়া ও নারায়ণগঞ্জ জেলায় ৩টি চেক জালিয়াতির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন শাহিন আল মামুন। এর মধ্যে একটি মামলায় সে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আজ বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।##

গুলি করে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি॥

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছে থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ২টার দিকে সানারপাড় পিডিকে ফিলিং স্টেশনের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শনিবার দুপুর ১২টার দিকে আড়াইহাজারের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাত ভাই মেহেদী হাসান রাজধানীর মতিঝিল থেকে ডলার, রিঙ্গিত সহ বিদেশি বিভিন্ন মুদ্রা পরিবর্তন করে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে আড়াইহাজার ফিরছিলেন। ধারণা করা হচ্ছে- ঢাকা থেকেই ছিনতাইকারী চক্রটি তাদের অনুসরণ করছিলো। তারা সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের মোটরসাইকেলের গতিরোধ করে ছিনকাইকারীরা। এ সময় ছিনতাইকারীরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে। তারপর ২৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে গুলি ছুড়তে ছুড়তে দ্রুত পালিয়ে যায়। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

ওসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ছিনতাইকারী চক্রটিকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ শুরু করছে। ওসি মশিউর রহমান আরও জানান, গুলিবিদ্ধ পথচারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম