তারিখ লোড হচ্ছে...

দলীয় প্রতীক ঘোষণার পরপরই বুড়িচংয়ে নৌকা সমর্থকদের উপর হামলা আহত ৭

মারুফ হোসেন,বুড়িচং।।

দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই কুমিল্লার বুড়িচংয়ে নৌকা সমর্থকদের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে প্যানেল চেয়ারম্যান সহ সাতজন আহত হয়েছে, ভাঙচুর করা হয়েছে অন্তত ২ টি মোটরসাইকেল । শুক্রবার দুপুর দুইটায় কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে। বাদ জুমা মসজিদ থেকে বের হওয়ার পরপরই নৌকার সমর্থকের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।এ সময় প্যানেল চেয়ারম্যান সুলতান আহমদ মুন্সি সহ আরো সাতজনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসী দল। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী জাকির হোসেন জাহের অভিযোগ করে বলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে অন্তত ৫০ জনের একটি দল তার সমর্থকদের উপর হামলা চালায়।আহতরা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেন জানান, নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন জাহের নৌকা প্রতীক পাওয়ার পর মিছিল নিয়ে তার বাড়িঘরে হামলা চালায়। এসময় তিনি মসজিদে ছিলেন। মসজিদ থেকে আসার পর বিষয়টি জানতে পেরে তার লোকজন একত্রিত হলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে তার দুইজন সমর্থক গুরুতর আহত হয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দলীয় প্রতীকে পাওয়া না পওয়ার বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লায় মাধবপুর কলেজপাড়া যুবসমাজের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার মাধবপুর গ্রামে কলেজপাড়া যুবসমাজের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষনপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স, ম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দীন,বেগম দিলরোজ ওবায়দুল ট্যকনিক্যাল ইন্সটিটিউটের বাইস প্রিন্সিপাল মোঃ আতিকুর রহমান,ও মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রতন চন্দ্র শীল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ আবু হাসনাত মোহাম্মদ মহিউদ্দীন,
প্রধান অতিথির বক্তব্যে ব্রাক্ষনপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স, ম আজহারুল ইসলাম বলেন এই সমাজকে মাদক মুক্ত করতে যুবসমাজের আজকের এই উদ্যোগে আমি স্বাগত জানাচ্ছি পাশাপাশি প্রশাসনিক যে কোন সহযোগীতা প্রয়োজন আমি তা করব ইনসাআল্লাহ।প্রশাসনের পক্ষ থেকে যে কোন ভুমিকা নিতে আমরা প্রস্তত আছি।
উক্ত আলোচনা সভার আহব্যায়ক তাজুল ইসলাম বাবু বলেন মরহুম রফিকুল ইসলামের স্বপ্ন ছিল নজর প্রভাতী সাহিত্য সংগঠনের মাধ্যমে মাধবপুর যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা। এই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষেই আমাদের এই আয়োজন । আমরা চাই এই যুবসমাজকে সু শিক্ষায় শিক্ষিত করে মাদক থেকে মুক্ত করা।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্দা আলহাজ্ব আব্দুর রশীদ, মোঃ ফরিদ, মোঃ শহিদ,মোঃ মাহাবুব,শেখ সোহেল,মঃ জাহাঙ্গীর আলম,মো; ফারুক,অপু ভুইয়া,জাহাঙ্গীর ভুইয়া,আবদুল্লা,মতিয়র সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবরগ ও মুরব্বীগন উপস্থীত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম