পত্রিকার প্যাডে সুইসাইড নোটসহ নদীতে মিলল যুবকের অর্ধগলিত লাশ

আলী রেজা রাজু,ঢাকা:

তুরাগ নদীতে ইমন সরকার(২০) নামে এক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (২৫মে)আনুমানিক সকাল ১০টায় স্থানীয়রা আমিনবাজারের দ্বীপনগর এলাকায় নদীতে অর্ধগলিত ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবগত করে,খবর পেয়ে আমিনবাজার নৌ-পুলিশের একটি দল লাশ উদ্ধার করে,পরিচয় শনাক্ত করে।
নিহত যুবক
হলেন,মিরপুর-শাহআলী থানা এলাকার মাসুম সরকারের ছেলে ইমন সরকার (২০)

মরদেহের প্যান্টের পকেট থেকে সময়ের কন্ঠসর নামে পত্রিকার প্যাডে একটি সুইসাইড নোট ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমিনবাজার নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবু তাহের মিয়া জানান,ধারণা করা হচ্ছে আত্মাহত্যা তবে ময়নাতদন্তের, প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ।

শ্রমিক মজলিস মানিকগঞ্জ জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :

আজ ২৪ মে ২০২৫ শনিবার সকাল ৯.৩০ মিনিট হতে শ্রমিক মজলিস মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে শাখা পরামর্শ পরিষদের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ। অধিবেশনে ২০২৫-২০২৬ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলা শাখা পুনর্গঠন করা হয়। সভায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা মুহাদ্দিস শেখ মোঃ সালাউদ্দিন, খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা সভাপতি পীরে কামেল মাওলানা নুরুল ইসলাম ফরায়েজি, জেলা সহ-সভাপতি মুফতি আশরাফুল আলম, জেলা ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, জেলা নির্বাহী সদস্য মাওলানা শরিফুল ইসলাম, শিবালয় উপজেলা সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, হরিরামপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম