তিস্তায় নৌকা ডুবে শিশু নিহত, নিখোঁজ ৬ জন

মোহাইমিনুল ইসলামঃ

আত্মীয়ের বাসায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে তিস্তা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় একজন শিশু (আড়াই বছর) নিহত হয়েছে । ২৬ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা ২১ জনকে উদ্ধার করে। এর মধ্যে অসুস্থ ৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উলিপুরে চিকিৎসাধীন রয়েছে। নিখোঁজ রয়েছে ৬ জন।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় বুধবার ১৯/০৬/২০২৪ সন্ধ্যা সাড়ে ৭ টায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা জানিয়েছে, আত্মীয়ের বাসায় বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। নৌকার মাঝি চর বজরার মৃত শুমার আলীর পুত্র মোফাজ্জল হোসেন বলে জানা গেছে। নৌকার মাঝি ও সংগীরা সবাই আত্মীয় স্বজন ছিলো। নয়শ একর এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। অনেকেই সাঁতরে নদীর তীরে উঠে আসেন। পরে স্থানীয়রা গিয়ে বাকিদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়।

বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার বলেন, নৌকা ডুবেছে। সবাই উদ্ধারে গিয়েছি। অনেকেই হাসপাতালে গেছেন।

টাঙ্গাইলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন

টাঙ্গাইলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন

টাঙ্গাইল সাংবাদদাতা:

টাঙ্গাইলের এলেঙ্গা উপজেলায় ইসলামী ব্যাংক লুটেরা ও এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইসহ মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন ব্যাংকের গ্রাহকরা।

সোমবার (৬ অক্টোবর) সকালে ইসলামী ব্যাংক এলেঙ্গা শাখার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপ ব্যাংকে প্রভাব খাটিয়ে অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ব্যাংকের সেবার মান ক্ষুণ্ন করছে। এর ফলে গ্রাহকরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন এবং ব্যাংকের সেবা দিন দিন নিম্নমানের হয়ে যাচ্ছে।

মানববন্ধনে বক্তারা দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ প্রবর্তনের দাবি জানান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি