৫জন চাঁদাবাজকে গ্রেফতার করেন – শ্যামপুর মডেল থানা পুলিশ

এম এ জব্বার:

পুলিশ সূত্রে জানা যায় – গোপালগঞ্জ জেলার মোঃ জামিল হোসেন, তিনি বডি “স্পা” র কাজ করে থাকেন এবং তিনি অন-লাইনের মাধ্যেমে বিভিন্ন স্থানে গিয়েও এ কাজ করে থাকেন।

ঘটনা সূত্রে : ১৬ জুন রবিবার আনুমানিক রাত ১০ টার সময় তার মোবাইল নাম্বারে অজ্ঞাতনামা একজন ব্যক্তি থেকে তার পেইন থেরাপি দেওয়ার জন্য তাকে ধোলাইপাড় নৌকা ব্রীজের নিচে আসতে বলেন।

পরবর্তীতে নৌকা ব্রীজের নিচে আসলে – অজ্ঞাতনামা ১ জন ব্যক্তি তাকে জুরাইন খন্ডকার রোডে ১টি গলির ভিতর নিয়ে যায়।

উক্ত স্থানে পূর্ব হইতে আরো ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি রাত আনুমানিক ১১টার সময় – শ্যামপুর থানাধীন ৪০২/১/১ পশ্চিম জুরাইন, খন্ডকার রোড, রওশন আরা আহম্মেদ এর বাড়ীতে পঞ্চম তলায়, একটি ফ্রাটে নিয়ে যায়।

পরে আসামীরা তাকে ঐ ফ্লাটে আটকে রেখে মারধর করা সহ বিভিন্ন ভয়ভীত প্রদান করে, তাহার নিকট ১ লক্ষ টাকা দাবী করে এবং তার সাথে থাকা নয় হাজার টাকা ছিনিয়ে নেন আসামীরা।

ঘটনা এখানেই শেষ নয় – আসামীরা মোঃ জামিল হোসেন কে জোড় পূর্বক উলঙ্গ করে তার ভিডিও ছবি ধারন করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দিবে বলে জানান এবং তাকে মৃত্যুর হুমকিও দিয়ে থাকেন।

অতঃপর আসামীরা বাদীর সোনালী ব্যাংকের ওয়ালেট এ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে তার একাউন্ট হইতে, আসামীদের একাউন্টে মোট ২লক্ষ টাকা ট্রান্সফার করে নেয়।

পড়ে বাদীর নিকট হইতে আরো টাকা নেওয়ার জোড়পূর্বক করে থাকেন আসামীরা। আসামীরা ২ দিনের মাথায় তাকে ছেড়ে দেন বিভিন্ন হুকমী প্রদান করে।

এক পর্যায়ে বাদী শ্যামপুর থানায় আসামীদের বিষয়ে একটি অভিযোগ করেন – এ ঘটনার সূত্র ধরে শ্যামপুর মডেল থানা পুলিশ – আসামী চক্রের ৫জন কে গত ২৫ জুন গ্রেফতার করতে সক্ষম হন।

এ বিষয়ে সবুজ বাংলাদেশ এর প্রতিবেদক’কে তথ্য নিশ্চিত করেন, ডিএমপি ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আলাউদ্দিন। তিনি বলেন, ঘটনায় জড়িত আসামীগন পেশাদার চাঁদাবাজ, পূর্ব পরিকল্পিত ভাবে বাদীকে ঘটনা স্থলে নিয়ে, আটক রেখে মারধর করা সহ ভয়ভীত দেখিয়ে চাঁদা, দাবী ও আদায় করে থাকেন।

এসময় আসামীদের নিকট হইতে নগদ ৫ হাজার টাকা উদ্ধার করে এবং তাদের আদালতে প্রেরণ করেন – শ্যামপুর মডেল থানা পুলিশ।

২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩২

ক্রীড়া ডেস্ক॥

মিরপুরে মাত্র ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারাল স্বাগতিক বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান।

এখন ১০ রানে শান্ত ও ১ রানে হৃদয় অপরাজিত রয়েছেন।

ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান টাইগার দলনেতা সাকিব আল হাসান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফররত ইংল্যান্ড। তাসকিন আহমেদের করা ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ৬ রানে আউট হন ওপেনার ডেভিড মালান।

আরেক ওপেনার ফিল সল্টের ব্যাট থেকে আসে ২৫ রান। সুবিধা করতে পারেননি দলনেতা জস বাটলারও। ব্যক্তিগত ৫ রানে হাসান মাহমুদের করা বলে বোল্ড হন ইংলিশ দলনেতা জস বাটলার। মেহেদি মিরাজের করা পরের ওভারের শেষ বলে শামীম পাটোয়ারির হাতে ক্যাচ তুলে দেন মঈন আলি। তিনি করেন ১৫ রান।

পঞ্চম উইকেট জুটিতে চাপ সামলে নেওয়ার প্রয়াস চালান বেন ডাকেট ও সাম কুরান। কিন্তু কিছুক্ষণ ক্রিজে অবস্থান করলেও খুব একটা সুবিধা করতে পারছিলেন না কেউই। অতপর মিরাজের করা ইনিংসের ১৫তম ওভারে ব্যক্তিগত ১২ রানে ফেরেন কুরান। একই ওভারে শূন্যরানেই আউট হন ক্রিস ওকস। ডাকেট ২৮, রেহান ১১ রান ও আর্চার শূন্যরানে আউট হন। ১ রানে আদিল রশিদ অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে মাত্র ১২ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। এছাড়া একটি করে উইকেট নেন চারজন বোলার।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম