লাগামহীন মূল্য ও অসাধু মজুদদারদের জন্য বিপাকে জামালপুরের সাধারণ জনগণ

স্টাফ রিপোর্টার:

আজ ১১ই আগস্ট রবিবার দুপুর ২ ঘটিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে দ্রব্যমূল্যের মনিটরিং করা হয়। এই বাজারটি রাজবাড়ী জেলার অনেক পুরাতন এবং একটি বৃহৎ পাইকারী ও খুচরা বাজার।

বাজার মনিটরিং শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষার্থী শারাফাত ইসলাম অনিক জানান,
নির্ধারিত মূল্যের চেয়েও এই বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক বেশি রাখা হচ্ছে। যে কারণে ক্রেতাদের অনেক ভোগান্তি এবং অনেক রকম অভিযোগ রয়েছে।
ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন দোকানে গিয়ে দেখা যায় দোকানে কোনো মূল্য তালিকা নাই। বিক্রেতাদের মনগড়া মূল্যে চলছে খুচরা বিক্রি। বিক্রেতারা আমদানী চালান না দেখিয়ে বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যায়।

তিনি আরো জানান,
মাত্র সাত দিনের ব্যবধানে প্রতি বস্তা চাউলের দাম এই বাজারে বৃদ্ধি পেয়েছে দুইশত টাকা অথচ বিভিন্ন দোকান মনিটরিং করে দেখা যায় প্রচুর পরিমাণ চাউলের মজুদ রয়েছে।

অন্য শিক্ষার্থীরা জানান, চাউল সহ অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধির বিষয়ে দোকানিদের কাছে জানতে চাইলে তাঁরা আমদানি খরচের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যেতে চান।
কয়েকটি দোকানে গিয়ে দেখা যায় তাঁরা আমদানি চালান দেখাতে অনিহা প্রকাশ করেন কারণ তাদের আমদানি খরচ খুচরা মূল্যের থেকে অনেক কম। বিভিন্ন দোকান ও বাজার ঘুরে মাছ বাজারও একই রকম চিত্র দেখা যায়।

দ্রুত সময়ের মধ্যে এই বাজারে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করা ও দোকানে নির্ধারিত মূল্য তালিকা রাখা সহ অসাধু মজুদদারদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাধারণ শিক্ষার্থীগণ।
এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,
আল আমিন মোল্লা,রাকিবুল মিয়া,নাইমুল হাসান অটল,নাবিল দেওয়ান,শাওন মৃধা, মৌও আক্তার,উরমি আক্তার,ইভা আক্তার, রিমু আক্তার প্রমূখ।

খালিয়াজুরীতে খাস সম্পত্তিতে পুকুর খনন, অফিস সহকারীর বিরুদ্ধে মামলা

মোঃ আনোয়ার হোসেন ঃ

নেত্রকোনার খালিয়াজুরীতে খাস জমিতে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের অফিস সহকারী শফিকুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। রোববার দুপুর ২ টায় খালিয়াজুরী সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালিয়াজুরী থানায় এই মামলা করেন।শফিকুল ইসলাম তালুকদার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের খালিয়াজুরী পুরান হাঁটি গ্রামের রহমত আলী তালুকদারের ছেলে এবং সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের অফিস সহকারী। জানা গেছে, খালিয়াজুরী উপজেলা সদর থেকে ১কিলোমিটার দুরে সদর ইউনিয়নের উত্তর দিকে মরাখাল নামকস্থানে খাস সম্পত্তি খাস হওয়ার সুবাদে দখলে নেয় শফিকুল ইসলাম তালুকদার। এরপর ওই সম্পত্তিতে গত মার্চের শেষের দিকে পুকুর খনন করেন।গত ৪ এপ্রিল খালিয়াজুরী গ্রামের ফকরুল ইসলামের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা, খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার কমিশনার (ভূমি) সামীম সারোয়ারকে তদন্ত পুবর্বক ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সহকারী কমিশনার (ভুমি)শামীম সারোয়ার এর নির্দেশে তদন্তের জন্য, গত ১৮ এপ্রিল তদন্তে যান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কল্লোল কান্তি বিশ্বাস । এরপর সহকারী কমিশনারের কাছে লিখিত প্রতিবেদন দাখিল করেন তিনি।
ঘটনার সত্যতা পাওয়ায় সহকারী কমিশনারের নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে রোববার দুপুরে খালিয়াজুরী থানায় মামলা করেন।সহকারী কমিশনার (ভূমি) শামীম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,শফিকুল ইসলাম তালুকদার অবৈধভাবে ওই সম্পত্তিতে অনুপ্রবেশ করে পুকুর খনন করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ খাইরুল বাশার বলেন,সরকারী কাজে বাধাও পুকুর খননের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম