প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে কুমিল্লায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের অবস্থান কর্মসূচী

কুমিল্লা প্রতিনিধি:

প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে কুমিল্লায় বিদ্যুতের প্রি-পেইড মিটার অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রাহকেরা। কর্মসূচি শেষে প্রধান প্রকৌশলীর নিকট গণস্বাক্ষর ও স্মারকলিপি দেন তাঁরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী নারী- পুরুষরা পিডিবি অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। প্রি-পেইড মিটার খুলে নিয়ে আগের অ্যানালগ মিটার প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন গ্রাহকেরা।

গ্রাহকদের পক্ষে অবস্থান বক্তব্য রাখেন ছাত্রনেতা ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন। তিনি বলেন, প্রি- পেইড মিটারের কারণে মানুষ আর্থিক এবং মানসিক ক্ষতির মুখে পড়ছে। দিন দিন সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি ছাড়া কিছু নেই। পিডিবি কর্তৃপক্ষ বৈদ্যুতিক মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটারে লাগিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে।

তাই এই মিটার তাঁরা চান না। প্রি-পেইড মিটার বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানায় ভুক্তভোগীরা। এ সময় পিডিবির স্থানীয় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ টিটু, আনোয়ার, মোস্তফা কামাল, আমিনুল ইসলাম, আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, মোঃ নাজমুল হাসান প্রমুখ।

বুড়িচংয়ে গণজমায়েত করে নৌকার পক্ষে নির্বাচনীয় প্রচারণা করায় জরিমানা!

বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) আসনের নৌকার পক্ষে বৃহৎ পরিসরে গণজমায়েত করে নির্বাচনীয় প্রচারণা করায় ও আচরণ বিধি লংঘনের দায়ে জরিমানা করা হয়েছে।

জানা যায়,(১৪ ডিসেম্বর ২০২৩) বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এডভোকেট আবুল হাসেম খান এমপির সমর্থনে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় ফাতেমা স্কুলের পশ্চিম পাশে জাকির হোসেনের বাড়িতে বৃহৎ পরিসরে নির্বাচনীয় প্রচারণা করে। এতে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে নৌকার পক্ষে প্রচারণা চলমান কালে ৫ হাজার টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ছামিউল ইসলাম।

এই বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম বলেন,কুমিল্লা-৫(বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের বুড়বুড়িয়া এলাকায় নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা করায় আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ বিধি ভঙ্গে ১৮(১) বিধি মোতাবেক প্রার্থীর পক্ষে মো: হাসান আহমেদ সুমন (৩২) নামে এক ব্যক্তিকে ৫০০০ ( পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা প্রতিপালনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম