সিরাজগঞ্জ শাহজাদপুরে টিউবওয়েলে চেতনা নাশক মিশিয়ে ভয়াবহ চুরি

ইসরাফিল শেখ:(সিরাজগঞ্জ) শাহজাদপুর:

সিরাজগঞ্জ শাহজাদপুরে গাঁড়াদহ গ্রামে (২ নভেম্বর)সকাল ১১টায় সময় ফরহাদ মিয়ার জমিতে কৃষিকাজরত কাজের লোক ২ জন ও তার পরিবারের ৫ জন সহ মোট ৭ জন খাবার খাওয়ার শেষে টিউবওয়েলর পানি প্রাণ করলে অজ্ঞান হয়ে পড়ে।

এরপর,তাদের সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাদের পরিবারের অন্য সদস্যরা।

অজ্ঞান ব্যক্তিরা হলেন,ফরহাদ মিয়া (৫২) রিমি খাতুন (৪৩) ওমর ফারুক (২৬) রজনী খাতুন (১৮) (৯মাসের) শিশু-বাচ্চাসহ, আব্দুর রহমান, আঃ খলিল ও জয়নাল আবেদীন।

এ বিষয়,ফরহাদ মিয়া জানান, গতরাতে তার বাসায় রাত ২টার সময় ৫ জন চেতনা নাশক প্রয়োগকারীরা বাসায় ডুকে চুরির চেষ্টা চালায় তার ভাই টের পেয়ে তাদের দরার চেষ্টা করলে চেতনা নাশক প্রয়োগকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে,তার ভাই আরো বলেন তাদের পিছন থেকে ধাওয়া করলে পালিয়ে যায় ও তাদের চিনতে পারেনি বলে জানান তিনি।

অন্য দিকে,একই গ্রামের পাল পাড়ায় টিউবওয়েলের পানিতে চেতনা নাশক মিশিয়ে ৫টি বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটছে। (২নভেম্বর) রাতে গাঁড়াদহ পালপাড়ায় একই পরিবারের ৫ ভাইয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

চেতনা নাশক মেশানো টিউবওয়েলের পানি ও খাবার খেয়ে অজ্ঞান হন। অজ্ঞানরতরা হলেন,অসীম পাল,আশীক পাল,সুপাংক পাল,রাম প্রসাদ পাল ও দিবাস। অজ্ঞানরত দের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তাদের পরিবার।

এ বিষয়ে,অনিতা রানী পাল বলেন,শনিবার রাতে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সারারাতে আর কেউ চেতন পাইনি। সকালে আমার ঘরের দরজায় জোরে আঘাতের শব্দে আমার ঘুম ভেঙে যায়। জেগে উঠে দেখি ঘরের সবকিছু এলোমেলো ভাবে মেঝেতে পড়ে আছে। এ সময় তাদের ৫ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা,স্বর্ণলংকার, থালা বাসনসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে বলে জানান তিনি।

সনজয় কুমার পাল ও অশিম কুমার পাল জানায়,তাদের খাবারের মধ্যে ও টিউবওয়েলের পানির সাথে চেতনাশককারীরা চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়।এরপর তারা রাতে সবাই ঘুমিয়ে পড়লে চেতনা নাশককারীরা আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানান তারা।

এ বিষয়ে,খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একদল ঘটনাস্থলে পরিদর্শন করেন,এছাড়াও শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করে এ-সময় সবুজ বাংলাদেশকে তিনি বলেন,সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সবা: সমা:০৯/২৪

‘প্রস্তুত হ রাজাকার’ চিরকুট লিখে বাড়ির সামনে কাফনের কাপড়

‘প্রস্তুত হ রাজাকার’ চিরকুট লিখে বাড়ির সামনে কাফনের কাপড়

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা ছিল ‘প্রস্তুত হ রাজাকার’। মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

হুমকি পাওয়া ওই নেতার নাম খালিদ হাসান মিলু। তিনি এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তার বাড়ি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে। বিষয়টি নিয়ে মোহনপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নেতা।

খালিদ হাসান মিলু জানান, শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ফেরেন। কিছুক্ষণ পর জানালার পাশ থেকে অপরিচিত একজনের কণ্ঠ শোনা যায় “বাইরে বের হয়ে দেখ।” বারান্দায় গিয়ে দেখি, কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ।

তিনি বলেন, বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকি। ধুরইল বাজারের নৈশপ্রহরীও আসে। বাইরে একটি পলিথিন দেখতে পাই। পুলিশ আসার পর সেটি খোলা হয়, ভেতরে কাফনের কাপড় ও চিরকুট পাওয়া যায়। বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিল, তা আমরা নিভিয়ে ফেলতে পেরেছি। এমন সময় হুমকি পেয়ে আমি উদ্বিগ্ন ও আতঙ্কিত।

এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আওয়ামী সন্ত্রাসীরা এখনো আমাদের এভাবে হুমকি দিচ্ছে। প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত, সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। আমরা এ ব্যাপারে জিডি করব।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, রোববার (১০ আগস্ট) রাতে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ওই নেতা নিজেই। এই অভিযোগে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম