বিনিময়ে কী চাওয়া হয়েছিল?

বিনোদন ডেক্স॥
ইতোমধ্যে বলিউডে ১০ বছর পূর্ণ করলেন অভিনেত্রী ও ড্যান্সিং কুইন নোরা ফাতেহি। ২০১৪ সালের ছবি ‘ফুগলি’ দিয়ে ক্যারিয়ার শুরু করা নোরা এক দশকে অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তিনি এখন পর্যন্ত ৪৪টিরও বেশি চলচ্চিত্র ও গান করেছেন, যা বলিউডে নোরার জীবন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
সম্প্রতি চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দকে একটি সাক্ষাৎকারে নোরা ফাতেহি তার সংগ্রামী দিনের কথা স্মরণ করে অনেক গল্প বলেছেন। তিনি বলেছেন তার বলিউড ইন্ডাস্ট্রির শুরুর দিনের গল্প।

নোরা বলেন, ‘আমি যখন কানাডা থেকে মুম্বাইয়ে আসি, তখন আমার বয়স ছিল মাত্র ২২ বছর। আজ যদি কেউ আমার কাছে কোনো কাজ নিয়ে আসে, আমি তাকে জিজ্ঞেস করি— আপনি আমাকে কেন কাজের প্রস্তাব দিচ্ছেন? তুমি আমার কাছে কি চাও?— এই যুগে কেউ কারও জন্য বিনাপয়সায় কিছু করে না।

তিনি বলেন, কিন্তু তখন এরকম পরিস্থিতি ছিল না। আমি বিশ্বাস করতাম যে, কেউ যদি আসে, তাকে আমার জন্য ঈশ্বর পাঠিয়েছেন। নোরা বলেন, কিন্তু আমি আমার কর্মজীবনের শুরুতে অনেক বোকা মানুষকে অনুসরণ করেছি। তাদের অনেকেই সরাসরি আমার কাছে সুবিধা চেয়েছেন।

এ ছাড়া অনেকে এমনও বলেছেন যে, আমি আপনাকে বলিউডের পরবর্তী ক্যাটরিনা কাইফ বানানো, কিন্তু বিনিময়ে আমি কী পাব? নোরা ফাতেহি দীর্ঘদিন সংগ্রাম করে নিজের জায়গা করে নিয়েছেন।

নোরার নাচের প্রতি প্রেম ও প্রতিভা তাকে অনেক আইটেম গানে অন্তর্ভুক্ত করেছে, যা দর্শকদের মধ্যে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে নোরা শুধু নাচেই নয়, চলচ্চিত্রেও কাজ করছেন এবং তার ক্যারিয়ার যেন দিনকে দিন আরও উজ্জ্বল হচ্ছে।

নোরা ফাতেহি এখন পর্যন্ত ৪৪টিরও বেশি প্রকল্পে কাজ করেছেন এবং তার ক্রেজ এখনো দর্শকদের মধ্যে অনেক কথা বলে। শুধু চলচ্চিত্র নয়, মিউজিক ভিডিওতে তার উপস্থিতিও দর্শকদের আকর্ষণ করে।

সবা:স:সু-২০/২৪

বাহরাইনি দ্বীপ কিনল ইসরাইল

সবুজ বাংলাদেশ ডেস্ক ॥

২০২০ সালে ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে বাহরাইন। এ নিয়ে দেশটিতে ব্যাপক প্রতিবাদ হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এর মধ্যেই নতুন খবর বেরিয়েছে যে, ইসরাইল বাহরাইনের কাছ থেকে একটি দ্বীপ কিনে নিয়েছে।

মিডেল ইস্ট মনিটর আল-মায়াদিন টেলিভিশনের বরাত দিয়ে সম্প্রতি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ইসরাইলের টিভি৭ প্রথম খবরটি প্রচার করলেও পরে তা সরিয়ে নেয়। কিন্তু সরানোর আগেই বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এর স্ক্রিনশট নিতে সক্ষম হন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি ফার্ম হিমনোটা ২১ দশমিক ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে দ্বীপটি কিনেছে। ফার্মটি চালায় ইহুদি জাতীয় তহবিল বা জেএনএফ। কথিত দাতব্য সংস্থাটির কাজ হলো ফিলিস্তিনি ভূমি দখল এবং ইসরাইলের যুদ্ধাপরাধের পক্ষে সাফাই গাওয়া।

খবরে বলা হয়েছে, ৯ হাজার ৫৫৪ বর্গ মিটারের দ্বীপটি বিনিয়োগ প্রকল্পের জন্য ব্যবহার করা হবে। পাশাপাশি কোনো কারণে যুদ্ধ শুরু হয়ে গেলে ইসরাইলিদের সেখানে সরিয়ে নেওয়া হবে।

কোম্পানির পরিচালনা পরিষদে থাকা অ্যাভেরি শ্নেয়ার বলেছেন, দ্বীপটির সার্বভৌমত্ব ইসরাইলের কাছে হস্তান্তরের জন্য বন্ধু দেশ বাহরাইন সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

এ খবর সামনে আসার পর বাহরাইন সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা চলছে। মানবাধিকারকর্মী মরিয়ম আল খাজা দ্বীপ কেনার ঘটনাকে ঔপনিবেশিক শাসনের সম্প্রসারণ হিসেবে বর্ণনা করেছেন। এ বিষয়ে টুইটারে দেওয়া পোস্টে দেশটির সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি।

বাহরাইনের সাবেক আইনপ্রণেতা এবং সালম ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটসের প্রধান জাওয়াদ ফাইরুজ দ্বীপ বিক্রির ঘটনাকে খুবই বিপজ্জনক এবং উদ্বেগজনক সংকেত হিসেবে উল্লেখ করেছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম