ই-পাসপোর্টের আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে

স্টাফ রিপোর্টার॥

বর্তমানে ই-পাসপোর্টের আবেদনের জন্য কাগজপত্র সত্যায়ন করতে হবে না। ই-পাসপোর্টের আবেদনের জন্য কোনও ছবি সংযোজন এবং তা সত্যায়ন করার প্রয়োজন হবে না।

০১. জাতীয় পরিচয় পত্র (এন আইডি) অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ (বি.আর.সি.) এর ইংলিশ ভার্সন ।
অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন (বি.আর.সি.) এর ইংলিশ ভার্সন প্রয়োজন হবে।
আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ বছর হলে অনলাইন জন্ম নিবন্ধন (বি.আর.সি.) এর ইংলিশ ভার্সন অথবা জাতীয় পরিচয় পত্রের (এন.আইডি) যেকোন একটা প্রদান করলেই হবে।
আবেদনকারীর বয়স ২০ বছর হলে তাকে জাতীয় পরিচয় পত্রের (এন.আইডি) প্রদান করতে হবে।
০২. প্রযোজ্য ক্ষেত্রে (যেমন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ।
০৩. আবেদনকারীর পেশাগত সনদপত্র। ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, চাকুরীজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আইডি কার্ড ইত্যাদি। আবেদনকারীর পেশাগত সনদ না থাকলে সেক্ষেত্রে চেয়ামম্যান/কমিশনারের কাছ থেকে পাওয়া চারিত্রিক সনদ প্রদর্শন করতে হবে।
০৪. সরকারি চাকুরীজীবীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও/এনওসি /প্রত্যয়নপত্র/অবসোত্তর ছুটির আদেশ (পি.আর.এল.অর্ডার) ইত্যাদি।
০৫. বিবাহিত আবেদনকারীর ক্ষেত্রে বিবাহ সনদ/ নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা।
০৬. পাসপোর্ট রিনিও করার ক্ষেত্রে আগের পাসপোর্র্টের মূল কপি প্রদর্শন করতে হবে।
০৭. পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে।
০৮. আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র সংযোজন করত হবে।
০৯. ১৫ বছর বয়সের নিম্নের আবেদনকারীর ক্ষেত্রে পিতা-মাতা অথবা বৈধ অভিবাককের পাসপোর্ট সাইজের ছবি।
১০. ৬ বছর বয়সের নিম্নের আবেদনকারীর ক্ষেত্রে ৩আর সাইজের (ল্যাব প্রিন্ট, গ্রে ব্যাকগ্রাউন্ড) ছবি।
১১. প্রযোজ্য ক্ষেত্রে বর্তমান ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিল (বাসার বিদ্যুৎ/গ্যাস/পানির বিল) অথবা ভাড়াটিয়ার চুক্তিপত্র প্রদান করতে হবে।
প্রযোজ্য ক্ষেত্রে আরো কিছু কাগজপত্রের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে নিকটস্থ আঞ্চলিক বা বিভাগীয় পাসপোর্ট অফিসে যোগাযোগ করা যেতে পারে।

সবা:স:জু-৫৯/২৪

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে

লন্ডন প্রতিনিধিঃ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির উদ্যোগ যুক্তরাজ্যে সক্রিয় নিরপদ বাংলাদেশ চাই ইউকে সহ ১৪টি মানবাধিকার সংগঠনের সমন্বয়ে ওয়েস্ট মিনিস্টারের পার্লামেন্ট স্কয়ার থেকে ১০ ডাউনিং স্ট্রিট পর্যন্ত র‌্যালি করে এসব সংগঠন গুলি। এসব সংগঠনে নেতৃত্ব দেন বিএনপি, জাময়াত-শিবিরের পলাতক নেতৃবৃন্দ। বিশেষ করে যুক্তরাজ্য তাদের নিরাপদ আশ্রয়স্থল মনে করে। এই সংগঠন গুলি লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন,ব্রিটিশ পার্লামেন্ট ও বিবিসি অফিসে সামনে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করে। আন্তর্জাতিক ভাবে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করাই হল তাদের কাজ। বিভিন্ন সময় সভা সমাবেশের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির মাঝে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভ্রান্ত কর বক্তব্য, লিফলেট বিতরণ করা হয়।
গত ১০ই ডিসেম্বর রোজ শনিবার সকাল সাড়ে এগারো ঘটিকায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মানবাধিকার সংগঠন গুলোর কর্মীরা একত্রিত হয়ে ওয়েস্টমিনিস্টারে পার্লামেন্ট স্কয়ার থেকে র‌্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচার  মুলক বক্তব্য, প্ল্যাকার্ড, কার্টুন পদর্শন করে আন্তর্জাতিক ভাবে দৃষ্টি আকর্ষণ করার পায়তারা করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মিডিয়া মাধ্যমে লাইভ করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচার মুলক বক্তব্য রাখেন প্রফেসর ড. হাসনাত এম হোসেইন এম বি ই, বিএনপি’র আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম মালিক, কাউন্সিলর ওহিদ আহমদ, মুসলিম খান, মো: আসয়াদুল হক, আলী হোসাইন, মোঃ শামীমুল হক, আরিফ আহমদ,মো: মিফতা উদ্দীন ,রায়হান আহমদ,মি: আলিম উদ্দীন,মো: হাবিবুর রহমান,মো: মাহফুজুর রহমান,জাকির আহমদ,মো: রাসেল মাহমুদ,ফজল আহমদ, রফিক আহমদ হুমাউয়ুন আহমদ প্রমূখ।
সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির পক্ষে র‌্যালির আয়োজনে সমন্বয়কের ভূমিকা পালন করেন সরকারের বিরুদ্ধে স্কাইপি কেলেঙ্কারি জন্য বন্ধ দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান।
এদিকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির উদ্যোগে যুক্তরাজ্য ছাড়াও অস্ট্রেলিয়া, ফ্রান্সের প্যারিস এবং ব্রাসেলস-এ সেমিনার, পথ নাটক এবং মানববন্ধন করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি