নরসিংদীতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার: 

নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন অপুকে মাদকসহ তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় মো. ইমাম হোসেন শেখ ও আব্দুল মোতালিবকে গ্রেপ্তার করা হয়।

বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, সারোয়ার হোসেন অপুকে তার বাড়িতে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে শিবপুর থানায় জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলায় বাকি দুজনকে বেলাব থানা পুলিশের সহযোগিতায় শিবপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।

শিবপুর থানার ওসি মো. আফজাল হোসাইন জানান, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

সবা:স:জু- ২৯৫/২৪

এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে রিজভীর কাছে অভিযোগ, অনুসারীর বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক:

শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উত্তরখান থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল।

১২ অক্টোবর জমা দেওয়া অভিযোগে বলা হয়, এস এম জাহাঙ্গীর এর নির্দেশনায় উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কর্তৃক উত্তরখান থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল কে শারীরিক লাঞ্ছিত করা হয়েছে।

মোঃ মোস্তফা কামাল লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত শনিবার (১২ অক্টোবর) উত্তরখান ময়না টেকে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. মঈন খান। কিন্তু দুঃখের বিষয় ড. মঈন খানের ব্যানার লাগানোর সময় উত্তর খান থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামালকে উত্তরখান থানা যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ব্যাপারী আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। যার সরাসরি নির্দেশদাতা এস এম জাহাঙ্গীর। ইতিমধ্যে এস এম জাহাঙ্গীরের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়াদি জাতীয় পত্রিকা গুলোতে বিশেষভাবে ফুটে উঠেছে। ইতিপূর্বে এস এম জাহাঙ্গীরের চাঁদাবাজি ও সন্ত্রাসী বাহিনীর কয়েকজন সদস্য কে যৌথবাহিনী গ্রেফতার করেছে এবং তার অন্যতম সদস্য কেশিয়ার মোহাম্মদ আজমল হুদা মিঠু উত্তরা পশ্চিম থানা যুগ্ম আহ্বায়ক থাকা সত্ত্বেও বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ওই প্রোগ্রামে তার এই চাঁদাবাজির কথা বলার কারণে এস এম জাহাঙ্গীরের নির্দেশে জাহাঙ্গীর বেপারী আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এদিকে, উক্ত বিষয়ে রাজধানীর উত্তর খান থানায় সাধারণ ডায়েরি করেছেন মোঃ মোস্তফা কামাল। সাধারণ ডায়েরিতে মোঃ জাহাঙ্গীর বেপারী ও মোঃ মোমেন বেপারীকে বিবাদী করা হয়। এতে বলা হয়, মৈনারটেক পূজা মন্দিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের আগমন উপলক্ষ্যে আমি ও আমার ননীয় নেতা কর্মীসহ উপস্থিত হইলে ১নং ও ২ নং বিবাদী আমাকে কিল-ঘুষি ও চড় থাপ্পড় মারে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি প্রদর্শন করেন। জিডি ট্র্যাকিং নং EOTVOR জিডি নং: ৫৩৫ তারিখ: ১৪/১০/২০২৪ইং।

এসআই (নিরস্ত্র) মোঃ আবদুস ছালামকে এই ডায়েরি সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন উত্তর খান থানা মোঃ মোস্তফা কামাল খাঁন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের