শিনজো আবের মৃত্যু শুধু জাপান নয় বিশ্বের ক্ষতি: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার॥
দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নেতৃত্ব, চিন্তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার বিবেচনায় শিনজো আবের মত রাষ্ট্রনায়কের মৃত্যু কেবল জাপানের জন্য নয়, পুরো বিশ্বের জন্য ক্ষতি।

বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার ক্ষেত্রে শিনজো আবের ভূমিকার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, চরম বেদনার এই সময়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন সমন্বিত অংশীদারিত্বের উচ্চতায় নেওয়ার ক্ষেত্রে শিনজো আবের অপরিসীম অবদানকে আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।

শিনজো আবের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

চীনের সিনজিয়াং প্রদেশে ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনে সিনজিয়াং প্রদেশে অনুভূত হয়েছে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় সোমবার সকালে শক্তিশালী কম্পনে কেঁপে উঠে সিনজিয়াং প্রদেশের দক্ষিণাঞ্চল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিনজিয়াং প্রদেশের আকসু শহরে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

দেশটির রেললাইন, সেতু, টানেল বা ট্রাফিক সিগন্যাল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা মূল্যায়নের জন্য একটি পর্যবেক্ষণকারী দল গঠন করা হয়েছে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
হাজির করা হলো ট্রাইব্যুনালে, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড়