বিমানবন্দরে গ্রেফতার বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল

স্টাফ রিপোর্টার: 

যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) আটকের পর ডিবি পুলিশের একটি দল তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। এরপর ইসমাইল হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। একইসঙ্গে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা বিমানবন্দর থেকে তাকে আটক করে থানায় দিয়েছি। তার নামে মামলা আছে কি-না তা যাচাই করছে পুলিশ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ বলেন, বিমানবন্দর টার্মিনাল থেকে শুক্রবার রাতে সন্দেহভাজন হিসেবে ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, সাবেক এই সচিবের বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা রয়েছে কি না, সেটা যাচাই-বাছাই চলছে।

 

সবা:স:জু- ৪৫৬/২৪

কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল কে শুভেচ্ছা দিলেন মোঃ সুজন তালুকদার ও এমিলি

স্টাফ রিপোর্টার:

যুবদলের সাবেক সদস্য মোঃ সুজন তালুকদার ও এমিলির পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবির পল কে শুভেচ্ছা জানান।

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পলের শুভ আগমন উপলক্ষে। ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ সুজন তালুকদার ও এমিলির পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবির পল কে শুভেচ্ছা জানান।

আজ কেরানীগঞ্জ উপজেলার কদমতলীর রয়েল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও  সু-চিকিৎসা
ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় রেজাউল কবির পল বলেন , স্বৈরাচার সরকার শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে সাত বছর অন্যায়ভাবে কারাগারে রেখেছেন এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দিয়েছেন। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা  কামনা করি।

কেরানীগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান