সরেজমিন সেই কুখ্যাত স্বর্ণকমল, বরফকল ও ইলিশ ঘাট

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

কুখ্যাত সিরিয়াল কিলার এরশাদ শিকদারের কথা মনে আছে? আপনি নতুন প্রজন্মের হলে শুনেছেন তার কথা? খুলনার সেই ভয়াবহ ইলিশ ঘাট কিংবা সাত নম্বর ঘাটের কথা শুনেছেন? চলুন, আজ নতুন কিছু দেখি সরেজমিনে। সঙ্গে তাকে নিয়ে যত কিংবদন্তি আছে, তারও সত্য-মিথ্যা খুঁজে দেখি।

আমি তো মরেই যাব, চলে যাব, রেখে যাবো সবি/ আছসনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি/ আমি মরে যাব…’ এটি এই সিরিয়াল কিলারের প্রিয় গান। নিজে গাইতেন খুলনার রহস্যঘেরা তার স্বর্ণকমলের জলসায়। রাজধানীর তিনতলা বাড়িতেও প্রতি মাসে জলসা বসত, সেখানেও গাইতেন গানটি।

মানুষ হত্যার পর পবিত্র হওয়ার জন্য দুধগোসল করতেন এরশাদ শিকদার। তার নামে একটি গরু কোরবানি দিলে তিনি বেঁচে যেতেন ফাঁসির মঞ্চ থেকে, এমন বিশ্বাস জন্মেছিল মৃত্যুর আগে।

একদা শহরের সবচেয়ে সুন্দর এবং ভীতিকর রাজপ্রাসাদ স্বর্ণকমল তার ছোট বউ শোভার জন্য নির্মাণ করেন বাইরের কারিগর এনে। বিয়ের পর এখানেই তোলেন তাকে। এখনো রহস্য হিসেবে থেকে গেলেও এখন শ্রীহীন স্বর্ণকমল। পরিবারের সদস্যদের মালিকানা ভাগাভাগিতে এর একটি অংশ ভাঙা হয়েছে। সেখানে গড়ে উঠবে হাইরাইজ ভবন।

এরশাদ শিকদারের বরফকল নামটি বিভীষিকার প্রতীক স্থানীয় মানুষের কাছে। তাকে নিয়ে যত হত্যাকাণ্ডের বর্ণনা পাওয়া গেছে, তাতে আমরা এভাবে বলতে পারি- সন্ধ্যা নেমে এলে ভৈরব নদের তীরে শত শত স্থাপনা আর জলযানে জ্বলে ওঠে হাজারো বাতি। আলোঝলমলে এই পরিবেশের আড়ালে তার বরফকলের চারপাশ তখন নিস্তব্ধ। ভেতরে পৈশাচিক আনন্দে উন্মত্ত এরশাদ শিকদার। শান্ত নদীর জল ছুয়ে সিমেন্টের বস্তায় বাঁধা মানুষের নিষ্প্রাণ দেহ ডুবে যায় ভৈরবে, সেই বরফ কল থেকে।

এই নদীতে কত মানুষকে ডুবিয়েছেন পিশাচ এরশাদ শিকদার, তার ইয়ত্তা নেই। সেসব খুনের বর্ণনা ভয়ংকর। খুনের পর দুধগোসল দিয়ে বসতেন গানের জলসায়। নিজে গাইতেন তার সেই গান- ‘আমি তো মরেই যাব, চলে যাবো, রেখে যাবো সবি’। খুনের মামলায় আদালতে ফাঁসির আদেশ হওয়ার পর কারাগারের কনডেম সেলের ভেতরেও গুনগুন করে ওই গানের কলি ভাজতেন ভয়ংকর এরশাদ শিকদার।

বিশ্বাস হয়, এই মানুষটি ফাঁসির মঞ্চ বানান তার বরফকলে? সেখানে যার ডাক পড়ত, তার আর ফেরা হতো না কখনো। তার সঙ্গে দ্বিমত করায় এমনকি এই ফাঁসির মঞ্চ থেকে বাদ যাননি তার আপন ভাগ্নেও। বলছিলেন স্থানীয় এক ব্যক্তি।

ভাগ্যের নির্মম পরিহাস, সাতটি হত্যা মামলায় এই এরশাদ শিকদারের ফাঁসির রায় হয় আদালতে। নিজের মৃত্যু হয় ফাঁসিমঞ্চে, একমাত্র মেয়ে আত্মহত্যা করেন ফাঁস দিয়ে। এরশাদ শিকদার আর তার স্বর্ণকমল নিয়ে খুলনা অঞ্চল ও সারা দেশে নানা ধরনের মিথ ও কিংবদন্তি প্রচলিত।এ নিয়ে আমরা সরেজমিনে কথা বলি নানাজনের সঙ্গে। কী বলছেন তারা?

তার স্বর্ণকমলে গুপ্তপথ আছে। দেখে এসেছেন তারা। গুপ্তপথে এখান থেকে ওখানে যাওয়া যায়। কেউ বলেন, ছোটবেলায় শুনেছেন স্বর্ণকমলে অনেক সোনাদানা জমা করেন এরশাদ শিকদার। তবে গ্রেপ্তারের পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এসব কিছু পায়নি।

একজন বলেন, এরশাদ শিকদারের নৃশংসতা আর স্বর্ণকমলের রহস্য শুনতে শুনতে তারা বড় হয়েছেন। এখনো মানুষ সে কথা শুনলে ভয় পায়। যাকেই অপছন্দ করেছে, তাকেই মেরে নদীতে ফেলেছে বস্তায় বেঁধে।

আর হত্যার পর গাড়িসহ নদীতে ডুবিয়ে দেওয়া লাশ উদ্ধারের খবর তো একসময় পত্রিকা জুড়ে সয়লাব ছিল। সেটি ছিল যুবলীগ কর্মী খালিদের। তাকে মেরে বস্তায় ভরে নদীতে ফেলার সময় তার গাড়িটিও ফেলা হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। বললেন আরেকজন।

তবে এরশাদ শিকদার গরিব মানুষদের কিছু করতেন না। তার প্রতিদ্বন্দ্বী আর সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজিতে বাধা পেলে কাউকে ছাড়তেন না। তাকে ভয় পেত না এমন কেউ ছিল না শহরে। বলেন এক যুবক।

যত কিংবদন্তিই থাকুক, একজন যুবক বলেন, তিনি স্বর্ণকমলের ভেতরে ঢুকেছেন। কিন্তু ব্যবহারের কিছু আসবাব ছাড়া আর কিছু দেখেননি সেখানে। বাড়িতে এরশাদের কেউ থাকে না। ভাড়াটে আছেন কেউ কেউ, তবে না থাকার মতো।

মামলার রাজসাক্ষী এরশাদের সহযোগী নূরে আলমের জবানবন্দি থেকে জানা যায়, অন্তত ৬০ জনকে খুন করেন এরশাদ শিকদার। সেই বরফকলে মৃত্যু হতো বেশির ভাগ হতভাগ্যের। মানুষের কাছে এখনো নৃশংসতার প্রতীক এরশাদ শিকদার।

নূরে আলমই বলেছিলেন, এরশাদের কাছে ৭০টির বেশি অস্ত্র ছিল। তবে তার স্বর্ণকমল থেকে একটি অস্ত্র উদ্ধার হয়েছিল তখন। স্থানীয়দের ধারণা পুলিশের কাছে ধরা পড়ার আগেই অস্ত্র সরিয়ে ফেলেন এরশাদ।

তার গানের কথাগুলোই যেন ধরা দেয় নিজের জীবনে। ঐশ্বর্যের প্রদর্শনী স্বর্ণকমলে থাকে না কেউ। দুই ছেলের বাস শহরের দুই প্রান্তে। ছোট বউ শোভার অবস্থান ঢাকায়। আদালতে তার ফাঁসির রায়ের পর পরিবারের কাছে আফসোস করেছিলেন, শত কোটি টাকার সম্পদ রেখে গেছেন, কিন্তু তার নামে একটা গরু কোরবানি দিতে পারেনি পরিবার। এরশাদ শিকদারের বিশ্বাস ছিল তার নামে গরু কোরবানি হলে বেঁচে যেতেন তিনি।

১৯৯৯ সালের নভেম্বরে যখন গ্রেফতার হন এরশাদ শিকদার, তার বিরুদ্ধে তখন ৪৩টি মামলা বিচারাধীন। বিচারিক আদালতে সাতটি হত্যা মামলায় তার ফাঁসির রায় হয়। ২০০৪ সালের ১০ মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয় ভয়ংকর খুনি এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড।

জন্মস্থান ঝালকাঠির নলছিটি থেকে খুলনায় এসে এরশাদ শিকদার কিছু দিন রেলস্টেশনের কুলির সহযোগী হিসেবে কাজ করেন। সেখানে রেললাইনের পাত চুরির দলে যোগ দেন তিনি। পরে নিজেই একটি দল গঠন করেন, যাকে সবাই চিনত ‘রাঙ্গা চোরা’ নামে। এরপর গঠন করেন ‘রামদা বাহিনী’। এই বাহিনী নিয়ে ৪ ও ৫ নম্বর ঘাট এলাকা দখল করেন এরশাদ। মালিককে তাড়িয়ে দিয়ে দখল করেন সেই বরফকলও।

জাতীয় পার্টি দিয়ে রাজনীতি শুরু এই ভয়ংকর খুনির। বিএনপি হয়ে আওয়ামী লীগেও তার নাম ওঠে। ১৯৯৯ সালে গ্রেফতার হওয়ার সময় তিনি খুলনা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার। তার হাতের মুঠোয় তখন জনপ্রতিনিধি ও প্রভাবশালী রাজনীতিবিদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও বোঝাপড়া ছিল তার। যাকে পথের কাঁটা মনে করেছেন, তাকেই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন দেশের শতাব্দীর কুখ্যাত খুনি এরশাদ শিকদার ।

সবা:স:জু- ৫৬৫/২৪

আসুন দেখি বাক স্বাধীনতা ও মুক্তমত প্রকাশের অধিকার কতটুকু পেলাম?

সাঈদুর রহমান রিমন:

পাপীদের শাস্তির পরই বাংলাদেশ হয়ে উঠুক সবার জন্য ভালোবাসার। লুটেরাদের আয়েশ কেড়ে নিন, অধিকার হরণকারীরা স্বাধীনতার স্বাদ পরে পেলেও চলবে। কারণ, জেলবন্দী, নজরবন্দি, লুটেরা- অপরাধীদের সব স্বাধীনতা দিলে রাষ্ট্রের জন্য তা মহাআপদ হয়ে দাঁড়াবে।

লুটেরা অপরাধীদের দফায় দফায় রিমান্ড আর জেল হাজতে পাঠানোটাই কৃতিত্ব নয়, তাদের দেহ চিপিয়ে হলেও রাষ্ট্রীয় অর্থ সম্পদ আগে উদ্ধার করা হোক। বিশ কোটি টাকার বেশি ঋণ খেলাপি সবাইকে গ্রেফতার করে কারাগারে রাখুন। দরকার হলে লুটেরা কারাগার নামে বিশেষায়িত জেলখানা তৈরি হোক- খেলাপি ঋণের নির্দিষ্ট অংশ আদায় না হওয়া পর্যন্ত আটকে থাকবে তারা।
উচ্চ আদালতে প্রভাব খাটিয়ে লুটেরাদের পক্ষে অর্থ সম্পদ সংক্রান্ত যতো স্থগিতাদেশ নেয়া হয়েছে সেগুলো জরুরি ভিত্তিতে বাতিলের ব্যবস্থা হোক।
যারা বিদেশে টাকা পাচার করেছেন তাদের এদেশীয় সুবিধাভোগীদের তাড়িয়ে বেড়ানো জরুরি।

মন্ত্রী, এমপি, পলায়নপর কর্মকর্তাদের আটকের পর পরই তাদের সহায় সম্পদ, ব্যাংক একাউন্ট সরকারের অনুকূলে জব্দ করা হোক। তারা আদালতে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলে সেসব সম্পদ ফিরে পাবে।
আর বিভিন্ন সময় দুর্নীতিবাজী, প্রতারণা, লুটপাটের অভিযোগে ব্যাংক একাউন্টসহ যতো সম্পদ জব্দ করা হয়েছে সেগুলো আয় বৃদ্ধিমূলক কাজে ব্যবহার করতে হবে।

পদ্মা ব্যাংকসহ দুটি ব্যাংক গিলে খাওয়ার কাণ্ডে আলোচিত মহাদাপুটে নাফিজ সরাফত নাকি বর্তমান অন্তবর্তীকালীন সরকারেরও খুব ঘনিষ্ট? সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুস ও উপদেষ্টাদের সঙ্গে তার জোড়া জোড়া ছবি দিয়ে নিজের অফিস – বাসা সাজিয়ে ফেলেছেন নাফিজ। সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদসহ পদস্থ সরকারি কর্মকর্তা, ব্যাংকার, নেতা ও জনপ্রতিনিধি মিলিয়ে চার শতাধিক মানুষের লুটপাটের লক্ষাধিক কোটি টাকা তার হাত ঘুরে দৌড়াদৌড়ি করে। পূর্ণাঙ্গ প্যাকেজের আওতায় লুটেরা সকলেই কানাডাসহ ইউরোপ আমেরিকায় সেটেল্ড।
তাছাড়া বেনজিরের সঙ্গে গলায় গলায় পীড়িত থাকায় ব্যাংকিং কর্মকাণ্ডে যুক্ত ২০/২২ জন লোক গুমের ঘটনা খোঁজ নিয়ে দেখা উচিত। এমনকি চৌধুরী নাফিজের বোনজামাই ব্যাংক ম্যানেজারও রেহাই পায়নি। বিপুল পরিমাণ অর্থ লুটপাট শেষে মাওনা শাখার ওই ম্যানেজার ভগ্নিপতিকে নিরুদ্দেশ রাখা হয়েছিল, অবশ্য কিছুদিন পর তার মৃত্যুর ছড়িয়ে দেওয়া হয়। ঘনিষ্ট কাউকে তার মৃতদেহ দেখতে দেয়া হয়নি, অংশ নিতে দেয়নি জানাজাতেও।

ব্যাংকার চৌধুরী নাফিজ সরাফত এখন দৈনিক বাংলার মতো পত্রিকার মালিক কর্তৃপক্ষ বটে, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো যাবে না কোনোভাবেই।

ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক বিভিন্ন দফতর, অধিদপ্তরের স্বেচ্ছাস্বীকৃত দুর্নীতিবাজ কর্তাদের ক্ষমা ঘোষণা বাতিল করে তাদের চাকরি ডিসমিস করুন। পেনশন ও অন্যান্য সুবিধা তারা যেন না পায়। তাদের চাকরিতে বহাল রাখার মাধ্যমে দুর্নীতি লুটপাটকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন থেকে দায়মুক্তি দেয়া প্রতিটি অভিযোগের ঘটনা পুনরায় তদারকী করা হোক। এজন্য বিভিন্ন সংস্থার সমন্বয়ে গড়ে তোলা হোক বিশেষায়িত তদন্ত টিম।
জন্ম সনদ, এনআইডি কার্ড, পাসপোর্ট ও বিভিন্ন লাইসেন্স প্রদান, সংশোধন ও রিনিউয়ের ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হোক। এসব কাজে দেশের প্রায় এক তৃতীয়াংশ লোক সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে।

বর্তমান সরকারকে সবকিছু ফেলে বাজারদর নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিৎ। দেশের সব শ্রেণীর মানুষ আকাশচুম্বী দ্রব্যমূল্যের কাছে ধরাশায়ী। এই জিম্মিদশা থেকে মুক্তির মাধ্যমে নতুন বিজয়ের স্বাদটুকু দেশবাসীকে এই মুহুর্তেই দেয়া দরকার। এজন্য বাজারদরের বাস্তবভিত্তিক মনিটরিংসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যাপক সংখ্যক মোবাইল কোর্টের লাগাতার অভিযান চালানো।

আরো যা কিছু জরুরি
=====

আয়না ঘর থেকে উদ্ধার পাওয়া ব্যক্তিবর্গকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জরুরি আইনি সহায়তা প্রদান করা হোক। তারা দেশী বিদেশী মানবাধিকার সংস্থার মাধ্যমে এ জঘণ্যতার বিচার দাবি করুক। তাছাড়া বিতাড়িত সরকারের অমানবিক অত্যাচার ও আন্তর্জাতিক মানবাধিকার লংঘনের সবচেয়ে জঘণ্য প্রমাণ ‘আয়না ঘরের সবকিছু’ বিশ্ববাসীর কাছে খোলামেলা প্রমাণ হিসেবে উপস্থাপন করা উচিত। ভিন্নমতের মানুষজনকে গুম করে রাখার গুপ্ত বন্দীশালার অনেক কিছু এখনও আড়ালে আবডালে রাখা হচ্ছে। বিষয়টি রীতিমত ধামাচাপা দেয়ার অপকৌশল। আয়না ঘরের নিরপেক্ষ ভিডিও, ছবি, কর্মরতদের সাক্ষ্য বক্তব্যের প্রমাণাদি সংরক্ষণের ব্যবস্থা কেন করা হচ্ছে না? ভবিষ্যতে ভুক্তভোগীরা প্রকৃত ঘটনাও আদালতে প্রমাণে যাতে ব্যর্থ হন সেজন্যই কি রাখঢাকের ব্যবস্থা চলছে? আয়না ঘরের আদলে দেশে আরো আরো গুপ্ত বন্দীশালা উদঘাটনে কোনো উদ্যোগ নিচ্ছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। এক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও সক্রিয় ভূমিকা থাকার কথা,,, কিন্তু এ ব্যাপারে পুরো জাতিকে অন্ধকারে রাখা হচ্ছে।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অন্তবর্তী সরকারের আড়ালেও আরেকটি অঘোষিত সরকার নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তড়িৎ গতিতে কিলার আব্বাস, শিবিরের নাসিরসহ বেশ কয়েকজন দাগী অপরাধীর হঠাৎ জামিন পাওয়া এবং বেশ কিছু বিতর্কিত রদবদল, পদায়নের ঘটনায় এ সন্দেহের সূত্রপাত ঘটেছে। বিষয়গুলো জবাবদিহিতার আওতায় আনা জরুরি।

সেনাবাহিনীর মাসব্যাপী কঠোর অভিযান পরিচালনার ক্ষেত্রে কোনো সক্রিয়তা দেখতে পাচ্ছে না দেশবাসী।

সকল প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি ঘুষ বন্ধের জন্য ৯৯৯ এর মতো বিশেষ হটলাইন সার্ভিস চালু করা হোক। যাতে অনিয়ম, দুর্নীতি, ঘুষকাণ্ডসহ যে কোনো ভোগান্তির ব্যাপারে মানুষজন তাৎক্ষণিক প্রতিকার পায়।

সম্মানিত উপদেষ্টাগণ বাড়তি কথাবার্তা বলা ত্যাগ করুন, প্রত্যেকে মুখপাত্রের মাধ্যমে প্রতিদিনের ব্রিফিং দিন। সচ্ছতা জবাবদিহিতার নামে বিতর্ক সৃষ্টির জন্য অনেক প্রভাষ আমিন’রা এখনও তৎপর।

(লেখক: সিনিয়র সাংবাদিক)

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি