ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানীতে হেডলাইটে চলছে গাড়ি

স্টাফ রিপোর্টারঃ 

ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকা। কুয়াশার কারণে পথ চলতে যানবাহনকে জ্বালাতে হচ্ছে হেডলাইট। সেই সঙ্গে হিমেল বাতাসে বেশ ভালোই অনুভূত হচ্ছে শীত। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব অনেক বেশি থাকায় দৃশ্যমানতা অনেক কম ছিল। ফলে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে কারওয়ান বাজার, তেজগাঁও, মহাখালী, উত্তরা, বিমানবন্দর ও খিলক্ষেতসহ আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, শীতের তীব্রতার সঙ্গে ঘন কুয়াশায় রাজধানীবাসীর জীবনযাত্রাকে প্রভাবিত করছে। এসব এলাকাজুড়েই দেখা গেছে মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, দিনের আলোতে কিছুটা দূরবর্তী জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। যদিও বেলা বাড়ার সঙ্গে এমন অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে৷ তবে ঠান্ডার অনুভূতিও অন্য সময়ের তুলনায় খানিকটা বেশি। অবশ্য অনেকেই বলছেন, গতকাল (বুধবার) থেকেই সূর্যের তাপ না থাকায় শীতের প্রকোপ বেড়েছে।

এ ছাড়া সকাল থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন। সেইসঙ্গে দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে চালকরা হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন।

আজ সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে (দিনের বেলায়) শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলে জানানো হয়েছে। এই একই কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

 

সবা:স:জু- ৬০৬/২৫

বিএনপির কর্মীরা পল্টনে যেভাবে রাত পার করছেন

মোহাম্মদ মাসুদ :
আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি পাওয়ার পর ব্যাপক হারে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হয়েছেন। তারা স্লোগানের ফাঁকে ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলে সময় পার করছেন। সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ মাথায় দিয়ে তারা ফুটপাতে ঘুমাচ্ছেন।

নয়াপল্টনে রাত বাড়ার সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে। কার্যালয়ের পাশের অলিগলি ও ফুটপাতে অবস্থান করছেন তারা। দোকান ও ভবনের বাইরে মেঝেতে শুয়ে-বসে রাত পার করছেন। তাদেরকে রাতে খিচুড়ি খাওয়ান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। একটি কাভার্ড ভ্যানে নিপুণ খাবার নিয়ে আসেন পল্টনে।

সমাবেশ ঘিরে ফুটপাত ও ভ্রাম্যমাণ দোকানের পোয়াবারো। নয়াপল্টনে নানা ধরনের মুখরোচক খাবার নিয়ে তারা দোকান সাজিয়েছেন। নেতাকর্মীদের কেউ খেয়েদেয়ে সময় কাটান, কেউ স্লোগান গল্পগুজব, কেউ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছবি, ভিডি ও লাইভ করে সময় কাটান।

পুরুষের পাশাপাশি হাহার হাজার  নারী নেত্রীদেরকেও নয়াপল্টনে স্লোগান আর প্রতিবাদে কণ্ঠে সরব থাকতে দেখা গেছে। রাতেও নয়াপল্টনে থাকবেন তারা। আয়েশা সুলতানা নামে একজন জানান, তারা কয়েকজন মিলে খুলনা থেকে এসেছেন। উঠেছেন এক আত্মীয়ের বাসায়। সেখানেও পুলিশ হানা দেয়। তাই পুলিশের গ্রেফতার এড়াতে নয়াপল্টনেই রাত কাটাচ্ছেন।

নয়াপল্টনে যারা রাত কাটাচ্ছেন তাদের বেশিরভাগই তৃণমূলের কর্মী। তারা এক দফা দাবি আদায়ে কেন্দ্র থেকে জোরালো কর্মসূচি চাচ্ছেন।
এদিকে কাকরাইল এলাকায় পুুলিশ অভিযানের নামে ব্যাপক ধরপাকর চালাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের