পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইকতিয়ার।

মুন্নি বেগম, পটুয়াখালী জেলা প্রতিনিধি।

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ণ বিভাগের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।

রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর আবদুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

নবনিযুক্ত রেজিস্ট্রার পবিপ্রবির বিএনপিপন্থি সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন রেজিস্ট্রারকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
দায়িত্ব গ্রহণ করে রেজিস্ট্রার ড. মো. ইকতিয়ার উদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে কাজ করবেন। এসময় পবিপ্রবিকে আরও গতিশীল ও অগ্রগামী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, নবনিযুক্ত রেজিস্ট্রার প্রফেসর ড.মো. ইকতিয়ার উদ্দিন ২০০২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও ২০০৫ সালে একই বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। পরে তিনি চায়না কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রি এবং ২০২১ সালে নেদারল্যান্ডের ওয়াখিনিংগেন ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জার্মানি ও ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ড. ইকতিয়ার জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবেও কাজ করেছেন।

 

সবা:স:জু- ৬৯২/২৫

আজ রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিতে ইসিতে যাবে আ’লীগ

অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র জমা দিতে আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনে (ইসি) যাবে আওয়ামী লীগের প্রতিনিধিদল। গতকাল শনিবার রাতে দলটির কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ রোববার। এদিন বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিল করতে হবে। আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাইবাছাই হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত।

দায়িত্ব নেয়ার দিন থেকে ৫ বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকেন রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার নেন। সেই অনুযায়ী, তার মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার। বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত জয় পাবেন, তা বলা চলে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী হলে নির্বাচনের জন্য সংসদের সভা বা ভোটের প্রয়োজন হবে না।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম